বলিউডের এনার্জি বম্ব অক্ষয় কুমার। কোন ছবির বাজেট যদি ঠিক থাকে তাহলেই ছবি বক্সঅফিসে সফল হবে এমনই মনে করেন বলিউডের খিলাড়ি। একটি ছবির শুটিংয়ে বেশিদিন নিয়োগ করতে রাজি নন অভিনেতা। সেই নিয়ে চর্চার শেষ নেই। ইন্ডাস্ট্রিতে মজার ছলেই বলা হয়, বলিউডের তিন খান একটি ছবির শুটিংয়ে যে সময় নেন, সেই সময়ে অক্ষয় কুমার এক ডজন ছবির শুটিং শেষ করে ফেলেন।
এই প্রসঙ্গে অভিনেতা জানিয়েছেন, তিনি অকারনে টাকা খরচা করেন না। তিনি ভীষণভাবে বিশ্বাস করেন বাজেট ঠিক থাকলেই বক্সঅফিসে ছবি সফল হবে। তিনি তার সহকর্মীদের সময়ের মূল্য দেন। তিনি মনেপ্রাণে বিশ্বাস করেন যদি কেউ সময়কে শ্রদ্ধা করে, তাহলে সময়ও তাকে শ্রদ্ধা করবে। তিনি এ প্রসঙ্গে আরো বলেন, তিনি মনে করেন যেকোনো অভিনেতার একটি ছবির শুটিংয়ের জন্য ৪৫-৫০ দিনের বেশি দেওয়া উচিৎ নয়। তিনি বিশ্বাস করেন, নির্দিষ্ট সময়ের মধ্যে শুটিং শেষ করতে পারলেই ছবির বাজেট একদম ঠিক থাকবে। তিনি এও জানান, একটি ছবির শুটিং করার জন্য তিনি কখনোই ১০০ দিন ব্যয় করতে রাজি নন।
তিনি কোনো নিয়ম-কানুন মেনে অভিনয় করতে রাজি নন। সময় নিয়ে, নিজেকে ঘরে বন্ধ রেখে তিনি কোন চরিত্রের জন্য নিজেকে প্রস্তুত করতে চান না। তার সোজা হিসাব। তিনি অভিনয় করতে আসবেন, অভিনয় করবেন, ফিরে যাবেন। উল্লেখ্য, এই মুহূর্তে তার একাধিক ছবি মুক্তির অপেক্ষায়। চলতি মাসের ১৮’ই মার্চ মুক্তি পেতে চলেছে ‘বচ্চন পান্ডে’। এই ছবিতে অক্ষয় কুমারের বিপরীতে দেখা মিলবে কৃতি স্যাননের। অক্ষয়-কৃতির পাশাপাশি এই ছবিতে দেখা মিলবে পঙ্কজ ত্রিপাঠী, অভিমন্যু সিং, ববি দেওল, জ্যাকলিন ফার্নান্ডেজ, রিতেশ দেশমুখ, আরশাদ ওয়ার্সিরের মতো একাধিক বলি তারকার। এছাড়াও ‘রাম সেতু’, ‘পৃথ্বীরাজ’, ‘রক্ষা বন্ধন’এর মতো একাধিক ছবিতে দেখা যাবে বলিউডের খিলাড়িকে।