কিছুদিন আগেই রাজ্যের মুখ্যসচিব পদে এক্সটেনশন পেয়েছিলেন আলাপন বন্দ্যোপাধ্যায়। এই সিদ্ধান্তের পর মমতা বন্দ্যোপাধ্যায় নিজে তাকে দীঘা উন্নয়ন পর্ষদের দায়িত্ব দিয়েছিলেন। কিন্তু হঠাৎ করেই তাল কাটলো ঘূর্ণিঝড়ের চলে যাওয়ার পরে। কেন্দ্রীয় সরকার থেকে ডাক এলো, এবারে দিল্লিতে গিয়ে কাজ করতে হবে আলাপন বন্দ্যোপাধ্যায়কে। এবার থেকে তিনি কেন্দ্রীয় সরকারের হয়ে কাজ করবেন। আগামী ৩১মের মধ্যে তাকে দিল্লিতে গিয়ে রিপোর্ট করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার।
মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে রাজ্যের একাধিক দপ্তরের সচিবের দায়িত্ব সামলেছেন এই আমলা। স্বরাষ্ট্রসচিব, রাজ্যের মুখ্যসচিব পদে থাকার পাশাপাশি করোনা ভাইরাস এবং আম্ফানের সময় বেশ কিছু দায়িত্ব ছিল আলাপন বন্দ্যোপাধ্যায়র কাঁধে। তার পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত প্রিয় পাত্র ছিলেন আলাপন বন্দ্যোপাধ্যায়। আলাপনের ওপর বেশ ভরসা করতেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু হঠাৎ করে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই ডাক আসার কারণে বেশ ফাঁপরে পড়েছেন মুখ্যমন্ত্রী।
কেন্দ্রীয় সরকারের তরফ থেকে রাজ্যকে চিঠি দিয়ে এদিন জানিয়ে দেওয়া হয়েছে, ক্যাবিনেট কমিটির বৈঠকে আলাপন বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্রীয় সরকারের জন্য নিয়োগ করা হয়েছে। মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ এই আমলাকে আগামী ৩১ মের মধ্যেই দিল্লিতে নর্থ ব্লকে গিয়ে কাজে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও, মুখ্যমন্ত্রীকে আদেশ দেওয়া হয়েছে যেন আলাপন বন্দ্যোপাধ্যায়কে তৎক্ষণাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্য সচিবের পদ থেকে অব্যাহতি দেন।
প্রসঙ্গত, এই ৩১ মে আলাপন বন্দ্যোপাধ্যায় এর মেয়াদ শেষ হওয়ার কথা রাজ্যের মুখ্যসচিব হিসেবে। তার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের কাছে আবেদন করে তার মেয়াদ তিন মাসের জন্য বাড়িয়ে দেওয়ার আবেদন জানান। সেই আবেদনে সাড়া দিয়ে কেন্দ্র আলাপনের মেয়াদ তিন মাস বাড়িয়ে দিয়েছিল। শুক্রবার মুখ্যমন্ত্রী আলাপনের কাজের প্রশংসা করেন নিজের মুখে। তার পাশাপাশি ঘূর্ণিঝড় বিধ্বস্ত দীঘার উন্নয়ন পর্ষদের দায়িত্ব আলাপন বন্দ্যোপাধ্যায় এর কাঁধে তুলে দেন মুখ্যমন্ত্রী। কিন্তু মুখ্যমন্ত্রী ঘোষণার পরেই হঠাৎ করে দিল্লি থেকে বার্তা আসে আলাপনকে তৎক্ষণাৎ কেন্দ্রীয় সরকারের জন্য কাজ শুরু করতে হবে। স্বভাবতই এই সিদ্ধান্ত নিয়ে রাজ্য রাজনীতি বেশ দোলাচলে। আলাপন বন্দ্যোপাধ্যায় বদলি নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাত চেয়ে আরো চরমে উঠবে সেটা আর বলার অপেক্ষা রাখে না। এখন এটাই দেখার আগামীকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আলাপনের বদলি নিয়ে কি বলেন।