Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

শোকের ছায়া ভাট পরিবারে, আপনজনকে হারালেন অভিনেত্রী আলিয়া ভাট

Updated :  Sunday, January 10, 2021 2:17 PM

অভিনেত্রী আলিয়া ভাট (Alia bhatt) বরাবর পশু-পাখি পছন্দ করেন। তাঁর সর্বক্ষণের সঙ্গী ছিল ‘শিবা’(shiba)। শিবা প্রজাতিতে একটি দুধসাদা বিড়াল হলেও আলিয়ার সবচেয়ে প্রিয় বান্ধবী ছিল সে। আলিয়া আদর করে তাকে ‘পরি’ বলেও ডাকতেন। সম্প্রতি অসুস্থ হয়ে মৃত্যু হলো শিবার। শিবার মৃত্যুতে মানসিক ভাবে ভেঙে পড়েছেন আলিয়া। প্রায়ই আলিয়া ও শিবাকে একসঙ্গে ইন্সটাগ্রামে দেখতে পেতেন আলিয়ার অনুরাগীরা। শিবার মৃত্যুতে আলিয়া ইন্সটাগ্রামে তার কয়েকটি ছবি শেয়ার করে শিবাকে বিদায় জানিয়েছেন।

কিছুদিন আগে জুম টিভির ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও ভাইরাল হয়েছিল। সেই ভিডিওতে অভিনেতা রণবীর কাপুর(Ranbir Kapoor)-এর সাথে একসঙ্গে বসে জনপ্রিয় ফিল্ম ‘লাভ আজ কাল’-এর গান ‘ইয়ে দুরিঁয়া’ গাইতে দেখা গিয়েছে। আলিয়ার গানের কথা ভুল হলে তা ধরিয়ে দিচ্ছিলেন রণবীর। এমনকি লকডাউনের সময় ঋষি কাপুরের মৃত্যুর আগে পর্যন্ত আলিয়া ও রণবীর লিভ-ইন রিলেশনশিপে ছিলেন। গত দুই বছর ধরে আলিয়া ও রণবীর সম্পর্কে থাকার গত বছরের গোড়ায় কাপুর পরিবারের তরফে ঘোষণা করা হয়েছিল, ডিসেম্বরে বিয়ে হতে চলেছে আলিয়া-রণবীরের। কিন্তু ঋষি কাপুরের মৃত্যুর পর দ্রুত পরিস্থিতির পরিবর্তন ঘটে। ঘনিষ্ঠ সূত্রে জানা যায়, আলিয়াকে পছন্দ করেন না রণবীরের মা নিতু সিং। কিন্তু ঋষি কাপুরের সঙ্গে আলিয়ার সম্পর্ক খুব ভালো ছিল। এমনকি রণবীরের দিদি রিধিমাও পছন্দ করতেন আলিয়াকে। কিন্তু ঋষি কাপুরের মৃত্যুর পর আলিয়া ও রণবীর আলাদা থাকতে শুরু করেছেন। রণবীরের বাংলোর কাছেই বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনেছেন আলিয়া।

কিছুদিন আগেই এস.এস.রাজামৌলি (s.s.Rajamouli) পরিচালিত ‘RRR’-এর শুটিং শেষ করে হায়দরাবাদ থেকে মুম্বই ফিরেছেন আলিয়া। সম্প্রতি শুরু হয়েছিল সঞ্জয় লীলা বনশালী(Sanjay Leela Bhanshali) পরিচালিত ‘গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’র শুটিং। এই ফিল্মে গাঙ্গুবাঈ(Gangubai)-এর চরিত্রে অভিনয় করছেন আলিয়া ভাট। কিন্তু গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ির বায়োপিক বানানোর জন্য সঞ্জয় তাঁর পরিবারের কাছে প্রয়োজনীয় অনুমতি না নেওয়ায় আদালতের দ্বারস্থ হয়েছে গাঙ্গুবাঈ-এর পরিবার। এই কারণে আপাতত ফিল্মটির শুটিং স্থগিত রাখা হয়েছে।