Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Ranbir-Alia Weeding: আজ রণবীর-আলিয়ার বিয়ে, সেজে উঠেছে অভিনেত্রীর গোটা বাড়ি, রইল ছবি

Updated :  Thursday, April 14, 2022 1:51 PM

রণবীর কাপুরের সাথে আলিয়া ভাটের সম্পর্ক ইন্ডাস্ট্রির ওপেন সিক্রেট। আজ, ১৪’ই এপ্রিল অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর সাত পাকে বাঁধা পড়তে চলেছে এই তারকা জুটি। সম্প্রতি নিতু কাপুরই বিয়ের তারিখ নিজের মুখে ঘোষণা করেছেন। চলতি মাসের শুরুতেই মিডিয়াতে নিজেদের বিয়ের কথা প্রকাশ করেছিলেন তারা। শুরু থেকেই নিজেদের সম্পর্ক ও বিয়ের ব্যাপারটা গোপনই রাখতে চেয়েছেন এই তারকা জুটি। তবে বেশ কয়েকমাস ধরেই শোনা যাচ্ছিল, বিয়ের তোর-জোর দুই পরিবারের তরফ থেকে ভেতর ভেতর শুরু হয়ে গিয়েছিল অনেক আগে থেকেই। তবে সেই বিষয়ে মুখে কুলুপ এঁটেছিলেন দুই পরিবারের সকল সদস্যরাই। আপাতত এই তারকা-জুটির ভক্তদের পাশাপাশি সকল নেটনাগরিক তাদের বিয়ের ছবি দেখার অপেক্ষায় প্রহর গুনছেন।

Ranbir-Alia Weeding: আজ রণবীর-আলিয়ার বিয়ে, সেজে উঠেছে অভিনেত্রীর গোটা বাড়ি, রইল ছবি

উল্লেখ্য, বিয়ের অনেক আগে থেকেই তাদের বাড়ি থেকে রাস্তা সবটাই সেজে উঠেছে আলোয়। বিয়ের প্রস্তুতি তুঙ্গে। অপেক্ষার অবসান ঘটতে চলেছে খুব শীঘ্রই। ফুল ও আলো দিয়ে সাজানো তার বাড়ির ছবি এখন সোশ্যাল মিডিয়ার পাতায় ভাইরাল। রইল সেই সমস্ত ছবি।

Ranbir-Alia Weeding: আজ রণবীর-আলিয়ার বিয়ে, সেজে উঠেছে অভিনেত্রীর গোটা বাড়ি, রইল ছবি

এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া রণবীর-আলিয়ার বিয়ে নিয়ে সরগরম। প্রতি মুহূর্তে কিছু না কিছু ভাইরাল হচ্ছেই। কড়া নিরাপত্তাতেই বিয়ের সমস্ত রীতিনীতি পালন করা হচ্ছে। পরিবারের ঘনিষ্ঠ সদস্য ছাড়াও সেখানে তারকা মহলের বেশ কিছু ঘনিষ্ঠ পরিচিত মুখের দেখা মিলবে। সেই কারণবশতই এখনো পর্যন্ত তাদের প্রাক-বিবাহ পর্বের কোন ছবিই প্রকাশ্যে আসেনি। বলাই বাহুল্য, বিয়ে শেষ না হওয়া পর্যন্ত তারা নিজেদের এই বিশেষ মুহূর্তগুলো একান্তই ব্যক্তিগত রাখতে চাইছেন।

জানা গেছে, আর কে স্টুডিওতে রণবীর-আলিয়া নিজেদের গায়ে হলুদ, মেহেন্দি ও সঙ্গীতের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গাঁটছড়া বাঁধবেন রাণবীর কাপুরের বান্দ্রার বাস্তু বাড়িতে। সেখানেই বিয়ের মূল নিয়মকানুন সম্পন্ন হবে বলেই ঠিক করা হয়েছে। বিয়ের পর একটা গ্র্যান্ড রিসেপশন করার প্ল্যান করেছেন এই তারকা জুটি। সম্ভবত তাজ কোলাবা হোটেলেই সেই গ্র্যান্ড রিসেপশন পার্টি আয়োজিত হবে। সেখানেই উপস্থিত থাকবেন বলিউডের নামিদামি তারকারা। খুব শীঘ্রই এই বহুল চর্চিত তারকা জুটি নিজেদের বিয়ের একাধিক ঝলক নিয়ে হাজির হতে চলেছেন, যা খুব স্বাভাবিকভাবেই নজর কাড়বে সকলের।

উল্লেখ্য, নিজেদের বিয়ের প্রতিটি অনুষ্ঠানে পরার আলাদা আলাদা পোশাক নামকরা ডিজাইনার সব্যসাচীকে দিয়েই বানাচ্ছেন তারা। তাদের পরিবারের সদস্যদের পোশাক ডিজাইন করছেন মানিশ মালহোত্রা। পরিবারের ঘনিষ্ঠ সদস্য ছাড়াও এই বিয়েতে উপস্থিত থাকতে পারেন বলিউডের একাধিক নামিদামি তারকারা যারা এই পরিবারের ঘনিষ্ঠ। ইতিমধ্যেই দুই বাড়ি সেজে উঠেছে, বিয়ের তোর-জোর তুঙ্গে। জানা গেছে, একেবারে পাঞ্জাবি রীতিনীতি মেনেই এই গোটা বিয়েটা সম্পন্ন হতে চলেছে।