Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

ব্যাপক সাফল্য পেয়েছে ‘পুষ্পা’, বলিউড ছেড়ে আল্লু অর্জুনের সাথে অভিনয় করতে চান আলিয়া

Updated :  Saturday, February 12, 2022 6:55 PM

গোটা দেশ এখন পুষ্পা জ্বরে আক্রান্ত। ডিসেম্বর মাসের ১৭ তারিখে মুক্তি পেয়েছিল আল্লু অর্জুনের ছবি ‘পুষ্পা: দ্য রাইজিং স্টার’। এই চূড়ান্ত হিট সিনেমা দেশজুড়ে মোট ৫ টি ভাষা অর্থাৎ হিন্দি, তামিল, তেলেগু, কন্নড় ও মালায়ালামে মুক্তি পেয়েছে। সিনেমাটির বেশ কিছু অ্যাকশন সিকোয়েন্স এবং গানের স্টেপ সুপার ট্রেন্ডিং হয়ে উঠেছে। এছাড়া আল্লু অর্জুন এবং রশ্মিকা মান্দানার কেমিস্ট্রি ছিল দেখার মতো। দক্ষিণী এই ছবিটি বক্স অফিসে সমস্ত আয়ের রেকর্ড ভেঙেচুরে দিয়েছে।

আল্লু অর্জুনের অসাধারণ সুন্দর অভিনয়, তাঁকে ব্যাপক জনপ্রিয় করে তুলেছে এই কিছুদিনের মধ্যেই। সকলেই পুষ্পা সিনেমাটিকে তাড়িয়ে উপভোগ করতে পেরেছে। একাধিক তাবড় তাবড় বলিউড সিনেমা এই পুষ্পার সামনে ফিকে হয়ে গিয়েছে। এমনকি দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক মহলেও এই সিনেমার ক্রেজ কিছু কম নয়। অস্ট্রেলিয়ান ক্রিকেটার ডেভিড ওয়ার্নার থেকে শুরু করে বিভিন্ন আন্তর্জাতিক সেলিব্রেটিরা পুষ্পা স্টাইলে সোশ্যাল মিডিয়াতে ভিডিও বানিয়ে সকলকেই অবাক করে দিয়েছে।

একটা সময় বড় বড় তারকার এই সুপারহিট সিনেমায় অভিনয়ের প্রস্তাব ফিরিয়েছিল। কিন্তু এখন সেই সিনেমার আয়ের পরিমাণ শুনলে আঁতকে উঠবেন আপনিও। আল্লু অর্জুন সিনেমাটি করে এতটাই জনপ্রিয় হয়েছেন যে তাবড় তাবড় অভিনেত্রীরা এখন সুপারস্টারের সাথে সিনেমা করার ইচ্ছাপ্রকাশ করেছেন। সম্প্রতি বলিউড কুইন আলিয়া ভাট এক সাক্ষাৎকারে জানিয়েছেন, “আল্লু অর্জুনের অভিনয় দেখে তিনি এতটাই মুগ্ধ হয়েছেন যে তিনি অভিনেতার সাথে একসাথে কাজ করতে চান। তিনি পুষ্পা ছবিটি খুবই উপভোগ করেছেন এবং পরিবারের সাথে বসে দেখেছেন। তাই পরের ছবি আল্লু অর্জুনের সাথে করতে চান তিনি।”

আলিয়া ভাটের এমন মন্তব্য এখন সোশ্যাল মিডিয়াতে সুপারহিট। অনুরাগীদের মতে আল্লু অর্জুনের সাথে বেশ মানাবে তাদের প্রিয় অভিনেত্রীকে। তবে অনেকেই কটাক্ষের সুরে বলেছেন, “আলিয়া শুধুমাত্র দক্ষিণী ছবির সাফল্য দেখে বলিউড ভুলে, সেই দিকের পথে হাঁটছেন।” প্রসঙ্গত উল্লেখ্য, অতিসম্প্রতি রিলিজ করেছে সঞ্জয় লীলা বানশালী পরিচালিত অভিনেত্রী আলিয়া ভাটের ‘গাঙ্গুবাঈ কাথিওয়ারি’ সিনেমার ট্রেলার। মাত্র কিছু মিনিটের ট্রেলারে আলিয়ার অভিনয় দেখে ব্যাপক প্রশংসা করছে আপামর নেটজনতা।