গত বেশ কয়েকমাস ধরে আলিয়া ভাট ও রণবীর কাপুরের সন্তান হওয়া নিয়ে তুমুল চর্চা চলছিল মিডিয়াতে। অভিনেত্রী নিজের মা হওয়ার খবর জানানোর পর থেকেই খবরের শিরোনামে ছিলেন তিনি। মাঝে তাদের ‘ব্রহ্মাস্ত্র’ বেশ কিছুটা নজর কেড়েছিল। তবে এবার সকলের অপেক্ষার অবসান ঘটিয়ে নতুন প্রাণকে পৃথিবীর আলো দেখালেন আলিয়া-রণবীর। কন্যা সন্তানের অভিভাবক হয়েছেন তারা। ইতিমধ্যেই তাকে নিয়ে বাড়িতে ফিরে এসেছেন এই তারকা দম্পতি। এখন খুশির আমেজ কাপুর ও ভাট পরিবারে। আপাতত সেই নিয়েই সরগরম মিডিয়ামহল।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ার পাতায় একটি ছবি ভাইরাল হয়েছে, যেটিকে আলিয়া ও তার সদ্যোজাত মেয়ের ছবি হিসেবে দাবি করছেন নেটমহলের একাংশ। খুব স্বাভাবিকভাবেই সেই ছবি সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার হওয়া মাত্রই ঝড়ের গতিতে ভাইরাল হয়ে গিয়েছে। বলাই বাহুল্য, এখন নেটমহলের অধিকাংশ রীতিমতো অপেক্ষায় রয়েছেন রণবীর ও আলিয়ার মেয়েকে দেখার জন্য। আর সেই তাগিদেই সাম্প্রতিক এই ছবিটি চূড়ান্ত ভাইরাল নেটমহলে।
তবে সাম্প্রতিক এই ভাইরাল হওয়া ছবিটি যে সত্যি নয়, তার প্রমাণ মিলেছে ইতিমধ্যেই। ভালোভাবে দেখলেই বোঝা যাবে এই ছবিটি আলিয়া ভাট ও তার মেয়ের আসল ছবি নয়। যে বাচ্চাটিকে ছবিতে দেখা গিয়েছে, সেটি যে কম্পিউটারে এডিট করা তা ছবিটি খুঁটিয়ে দেখলেই স্পষ্ট হবে। মেয়েকে নিয়ে বাড়ি ফিরে এলেও, এখনই তাকে লাইমলাইটে আনতে নারাজ এই তারকা দম্পতি। তারা এখনো পর্যন্ত নিজের সন্তানের কোন ছবিই শেয়ার করেননি। মিডিয়ার সামনে নিজেদের খুশির কথা প্রকাশ করলেও এখনই মেয়ের মুখ যে মিডিয়ার সামনে তারা প্রকাশ করবেন না, সেকথা অবশ্য স্পষ্ট। বলাই বাহুল্য, এখন যারা রণবীর ও আলিয়ার মেয়েকে দেখার জন্য অপেক্ষা করছেন তাদের যে আরও বেশ কিছুটা অপেক্ষায় থাকতে হবে, তা আর আলাদাভাবে বলার অপেক্ষা রাখছে না।
উল্লেখ্য, সোশ্যাল মিডিয়ার পাতায় সাম্প্রতিক ভাইরাল হওয়া ছবিটি যে ভুয়ো, তা এতক্ষণে স্পষ্ট নেটজনতার একাংশের মাঝে। বলাই যায়, নেটদুনিয়ায় সম্প্রতি এই ছবিটির মাধ্যমে মানুষের মনে ভুল ধারণা সৃষ্টি করার চেষ্টা চলছিল। আপাতত মিডিয়ায় তার সত্যতা প্রকাশ পাওয়ার পর থেকেই ছবি নিয়ে নেটজনতার ভুল ধারণা অনেকটাই ভেঙে গিয়েছে।