রাজ্য

Weather Update: শুরু হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝার খেলা, আবহাওয়া পাল্টাবে দক্ষিণবঙ্গের, জানুন আগামী কয়েকদিনের আবহাওয়ার পূর্বাভাস

পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টি হবে কিনা সেটা এখনই বলা যাচ্ছে না

Advertisement

শীতের আমেজে গা ভাসাতে শুরু করেছে দক্ষিণবঙ্গ। রবিবার থেকে বড় পরিবর্তন আসতে চলেছে পশ্চিমবঙ্গের আবহাওয়ায়। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে হয়তো পরিবর্তন হতে পারে পশ্চিমবঙ্গের আবহাওয়া। পুরুলিয়াতে ইতিমধ্যেই তাপমাত্রা ধীরে ধীরে নামতে শুরু করেছে। এখনই হাড় কাঁপানো ঠান্ডা না থাকলেও, শীতের আমেজ ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। ডিসেম্বরের এই সময়তে অন্য বছরগুলোতে অনেক বেশি শীত থাকে। তবে এবছর সেরকম তীব্রমাত্রায় এখনো পর্যন্ত ঠান্ডা পড়েনি। প্রতিদিনই তাপমাত্রার পারদ ওঠা নামা করছে পুরুলিয়ায়। এই মুহূর্তে পুরুলিয়ায় সর্বোচ্চ তাপমাত্রার পারদ ২৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রার পারদ ১১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। যদিও বিগত কয়েক দিনের তুলনায় তাপমাত্রা পারদ এখন কিছুটা নেমেছে পুরুলিয়াতে।

আবহাওয়া দপ্তর বলছে, কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী তিন দিনে তাপমাত্রা আরও দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত কমতে পারে। তবে তাপমাত্রা আবারো বাড়বে তারপর থেকে। সোমবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের আটটি জেলায়। একই সাথে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। শনিবার থেকে সোমবার পর্যন্ত হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিং এবং কালিম্পং জেলায়। জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের তাপমাত্রা এই মুহূর্তে কিছুটা নিম্নমুখী। দক্ষিণের বেশ কিছু জেলায় শীতের প্রভাব বাড়তে শুরু করেছে। কলকাতা এবং শহরতলীর আশেপাশের এলাকা গুলিতে এখনো তাপমাত্রার পারদ নিম্নমুখী চলছে। প্রবল শীত পড়তে এখনো খানিকটা দেরী থাকলেও, তাপমাত্রার পারদ নিম্নমুখী বলা চলে।

দক্ষিণবঙ্গের মধ্যে সবথেকে বেশি শীতের প্রভাব রয়েছে পশ্চিম বর্ধমান বাঁকুড়া বীরভূম পুরুলিয়া এবং নদীয়া জেলায়। অন্যান্য জেলাগুলিতেও মোটের উপরে শীত রয়েছে। উত্তরের জেলাগুলিতে শীতের প্রভাব থাকলেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও উত্তরের অন্যান্য জেলাগুলির মোটের উপরে শুষ্ক থাকবে। শীত ক্রমশ বাড়বে উত্তরের কয়েকটি জেলায়। তবে দক্ষিণের বেশ কিছু জায়গায় শীতের প্রভাব আগের থেকে বেড়েছে। পুরুলিয়া শীতের দাপট রয়েছে অনেকটা বেশি। দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও বেশ শুষ্ক থাকবে পুরুলিয়া জেলা।

Related Articles

Back to top button