আজ আলিপুর আদালতে রাজীব কুমার মামলার শুনানি শেষ। আজ সিবিআইয়ের আইনজীবী বিচারপতিকে বলেন, রাজীব কুমার পলাতক, তিনি আইনভঙ্গ করেছেন। তদন্তে সাহায্য করছেন না তিনি। দেশের আইনের অমর্যাদা করেছেন তিনি। আজ আলিপুর জেলা আদালত রাজীব কুমারের জামিনের আবেদন খারিজ করল। আদালতের বিচারক আজ সন্ধ্যা ৭ টায় এই রায় দিয়েছেন। এবার সিবিআইয়ের সামনে রাজিবকে গ্রেফতারের রাস্তাটা অনেক সহজ হয়ে গেল। সিবিআইয়ের আইনজীবী রাজীবের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারের আবেদন করেছিলেন, বিচারক তা মঞ্জুর করেছেন।
Breaking News : বড় ধাক্কা রাজীবের! কি রায় দিল আদালত? জানুন পুরোটা
আজ আলিপুর আদালতে রাজীব কুমার মামলার শুনানি শেষ। আজ সিবিআইয়ের আইনজীবী বিচারপতিকে বলেন, রাজীব কুমার পলাতক, তিনি আইনভঙ্গ করেছেন। তদন্তে সাহায্য করছেন না তিনি। দেশের আইনের অমর্যাদা করেছেন তিনি। আজ…
