রাজ্য

Weather Update: ফের উত্তাল হবে সমুদ্র, আগামী সাতদিন বৃষ্টি হবে বাংলার এই জেলাগুলিতে

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবারো বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর

Advertisement
Advertisement

ভ্যাপসা গরমের মধ্যে এবার নির্দেশ রয়েছে সাময়িক স্বস্তি। কলকাতা এবং রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের পূর্বাভাস জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তারা সাত দিন ধরে বৃষ্টি চলবে বলে জানা গিয়েছে। উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস থাকলেও দক্ষিণবঙ্গেও কিন্তু ভালো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। হাওয়া অফিস জানাচ্ছে, আজ থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত কলকাতা সহ আশেপাশের সমস্ত জেলায় ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সমুদ্রের কাছাকাছি অবস্থিত জেলাগুলিতে সবথেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

Advertisement
Advertisement

কলকাতা এবং দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে বলে জানিয়েছে হাওয়া অফিস। আজ কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।  শনি এবং রবিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী মঙ্গলবার পর্যন্ত বৃষ্টি হতে পারে। হাওয়া অফিস জানিয়েছে, আজ জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে  ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পঙে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। 

Advertisement

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী পাঁচ দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার খুব একটা পরিবর্তন না হলেও, বৃষ্টির কারণে একটু ঠান্ডার অনুমতি হতে পারে। একই আবহাওয়া থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। হাওয়া অফিস আরো জানিয়েছে পশ্চিমবঙ্গ উপকূলে ৩৫ থেকে ৪৫ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে এবং সেই কারণে মৎস্যজীবীদের জন্য এই মুহূর্তে রয়েছে একটা নির্দেশিকা। মৎজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে শুক্রবার পর্যন্ত।

Advertisement
Advertisement

হাওয়া অফিস সূত্রে খবর, বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৪ ডিগ্রির কাছে। মঙ্গলবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.১ ডিগ্রি কম। এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৯.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.২ ডিগ্রি বেশি। শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৫ শতাংশ এবং ন্যূনতম ৮৩ শতাংশ। 

Related Articles

Back to top button