Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

অন্ধ যুবকের সাথে এমন কাজ করলেন অভিনেত্রী আলিয়া নাজ, একদম পরিবারের সাথে দেখবেন না

Updated :  Monday, January 15, 2024 10:22 AM

প্রাইম শটস, প্রাইম প্লে, উল্লুর মতো ওটিটিগুলি প্রাপ্তবয়স্ক কন্টেন্টের মাধ্যমে ভারতে বিনোদনের বাজার দখল করেছে। সাম্প্রতিক কালে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের নির্দেশিকাও টলাতে পারেনি তাদের। অদ্ভুত ঘটনা হল, এই নির্দেশিকায় শুধুমাত্র কিছু নামী ওটিটির উল্লেখ রয়েছে যারা সব ধরনের কন্টেন্ট তৈরি করে। কিন্তু উল্লেখ নেই প্রাইম শটস, প্রাইম প্লে, উল্লু সহ একাধিক ওটিটির। ফলে বোঝাই যাচ্ছে, এই ধরনের কন্টেন্ট তৈরির নেপথ্যে সমাজের কিছু স্তরের প্রচ্ছন্ন সমর্থন রয়েছে। কারণ ভারতের মাটিতে পর্ণ সাইট ব্যান হওয়ার ফলে এই ধরনের কন্টেন্ট মেটাতে পারে দর্শকদের একাংশের চাহিদা।

2022 সালের 23 শে জুন প্রাইম শটসের ইউটিউব চ্যানেলে আপলোড হয়েছিল প্রাপ্তবয়স্ক ওয়েব সিরিজ ‘অন্ধা ঢুন্ঢ’-এর অফিশিয়াল ট্রেলার। এই ওয়েব সিরিজে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন আলিয়া নাজ (Aliya Naaz)। এখনও অবধি এই ট্রেলারের ভিউ পৌঁছে গিয়েছে প্রায় সাত লক্ষের কাছাকাছি। কাহিনীর কেন্দ্রে রয়েছে রোহিত নামে এক অন্ধ যুবক। তার মায়ের মৃত্যুর পর রোহিতের বাবা ছেলের দেখাশোনা করেন। কর্মসূত্রে তাঁকে বাইরে যেতে হয়। রোহিতের বাবা তাঁর বন্ধু মুকেশকে এই কথা জানালে মুকেশ বলে, সে তার স্ত্রী মণিকাকে রোহিতের কাছে থাকতে বলবে।

কিন্তু মণিকা রোহিতের বড় বাড়ি ও প্রচুর অর্থ দেখে লোভে পড়ে যায়। রোহিত তাকে বলে, এই অর্থ খরচ করার কেউ নেই। মণিকা রোহিতকে যৌনতায় লিপ্ত করতে তার পাশে শুতে থাকে। এমনকি সময়ে-অসময়ে সে রোহিতের ঘরে ঢুকে পড়ে।

মণিকা রোহিতের টাকা চুরি করে। কিন্তু রোহিত তা জানতে পারে না। রোহিতের অন্ধত্বের সুযোগ নিয়ে মণিকা ষড়যন্ত্রের জাল রচনা করে। রোহিত কি তার আসল মতলব জানতে পারবে? উত্তর পেতে হলে সাবস্ক্রাইব করতে হবে প্রাইম শটস।