লাদাখে ভারত-চীন সংঘর্ষের পর চীন দাবি করেছিল যে বেশ কয়েকজন ভারতীয় সেনা চিনের হাতের বন্দি আছে। কিন্তু চিনের এই দাবি মানেনি ভারতীয় সেনা। কোনো ভারতীয় সেনা নিখোঁজ নন বলে স্পষ্ট জানানো হয়েছে। এর পাশাপাশি সেনা জানিয়েছে, লেহতে চিকিৎসারত ১৮জন জওয়ানের অবস্থা স্থিতিশীল।
এছাড়া অন্য হাসপাতালে ভর্তি রয়েছেন আরও ৫৮জন আহত জওয়ান, তাঁরা ১ সপ্তাহের মধ্যে কাজে ফিরতে পারবেন। তাঁরা ১ সপ্তাহের মধ্যে পুরো ফিট হতে পারবেন। আর লেহর হাসপাতালে যাঁরা ভর্তি আছেন, তাঁরা সকলে ১৫দিনের মধ্যে কাজে যোগ দিতে পারবেন। এমনটাই সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছে ভারতীয় সেনা।
সোমবার রাতে লাদাখের গালওয়ান উপত্যকায় অনুপ্রবেশকারী চিনা সেনার সঙ্গে সংঘর্ষে ২০ জন ভারতীয় সেনা শহিদ হন। সেনাদের উপর এই হামলার পর গর্জে উঠেছে সারা দেশবাসী। দেশের মানুষের পাশাপাশি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সহ প্রতিরক্ষামন্ত্রী স্পষ্ট জানিয়েছেন যে ভারতীয়দের ওপর এই হামলা কোনও ভাবেই ভোলা হবে না৷ উপযুক্ত পদক্ষেপ গ্রহণ মোর হবে। প্রধানমন্ত্রী আজ এই পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করার জন্য সর্বদলীয় বৈঠক ডেকেছেন।
যদিও চিন বারবার অভিযোগ আনছে যে তাদের মাটিতে ভারতীয় সেনারা ঢুকে পরে৷ তাই এই হামলায় তাদের কোনও দায় নেই বলে মন্তব্য করেছে চিন। এদিকে এই ঘটনার পর সারা দেশজুড়ে চিনা দ্রব্য বয়কটের ডাক ওঠে। দেশের বিভিন্ন জায়গাতে চিনের প্রেসিডেন্টের কুশপুতুল পোড়ানো হয়। নানা জায়গাতে বিক্ষোভ ও করেন দেশবাসী।