Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

বড়সড় পদক্ষেপ! ৪ দিন বন্ধ থাকবে রাজ্যের এই জায়গার সমস্ত বাজার দোকান

Updated :  Thursday, April 29, 2021 8:37 PM

চলতি বছরের শুরুতে করোনা ভাইরাসের প্রকোপ অনেকটা কমে গেলেও এপ্রিল মাসের শুরু থেকেই আবার পাল্লা দিয়ে বাড়ছে সংক্রমনের সংখ্যা। এবার সংক্রমণ এবং মৃত্যুহার বেড়েছে নতুন মিউট্যান্ট স্ট্রেনের জন্য। গত ২৪ ঘন্টায় দেশজুড়ে সংক্রমণ ৩ লাখ ৮০ হাজারের গণ্ডি স্পর্শ করেছে। গোটা দেশের পাশাপাশি বেহাল অবস্থা বাংলার। বাংলাতে প্রায় প্রতিদিন ১৭ হাজার সংক্রমণ হচ্ছে। তবে এমন ভয়ঙ্কর পরিস্থিতির মাঝেও খুব একটা সচেতনতা দেখা যাচ্ছে না সাধারণ মানুষের মধ্যে। মাস্ক ছাড়া সামাজিক দূরত্ব বজায় না রেখে বাঙ্গালীদের চলছে বাজার করার কাজ। এই পরিস্থিতিতে ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রেড অ্যাসোসিয়েশন একটি বড়সড় সিদ্ধান্ত নিয়েছে।

ওয়েস্ট বেঙ্গল ট্রেড অ্যাসোসিয়েশন একটি বিজ্ঞপ্তি জারি করেছে যেখানে তারা বলেছে যে আগামী ৪ দিন করোনা সংক্রমণ চেন ভাঙার জন্য সমস্ত বাজার দোকান বন্ধ থাকবে। আজ বৃহস্পতিবার থেকে আগামী রবিবার কলকাতার বিভিন্ন বড় বড় বাজার বন্ধ থাকবে। এই প্রসঙ্গে সংস্থার চেয়ারম্যান সুশীল পোদ্দার বলেছেন, “আমাদের সাথে যুক্ত সব ব্যবসায়ীদের আমরা অনুরোধ জানাচ্ছি যে বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত তারা যাতে দোকান বন্ধ রাখে। সংক্রমণ শৃংখল ভাঙার জন্য এটাই এখন একমাত্র উপায়।” তবে বাজার দোকান বন্ধ থাকলেও অত্যাবশ্যকীয় পণ্য যেমন ওষুধ দোকান, মুদিখানা, শাকসবজি, মাছ মাংস, পেট্রোল পাম্প ও এলপিজি ডিস্ট্রিবিউটর খোলা থাকবে।

ট্রেড অ্যাসোসিয়েশনেরপক্ষ থেকে জানানো হয়েছে যে আজ বৃহস্পতিবার অষ্টম দফা নির্বাচনের জন্য এমনিতেই কলকাতার একাধিক বাজার দোকান বন্ধ রয়েছে। তারপর আগামী শনিবার ১ লা মে ছুটির দিন এবং তার পরেরদিন রবিবার এমনিতেই ছুটি থাকে। তাই শুধুমাত্র শুক্রবার দোকানগুলো বন্ধ রাখতে হবে। জানা গিয়েছে, কলকাতার চাঁদনী চক, প্রিন্সেপ ঘাট, চৌরঙ্গী, ক্যানিং স্ট্রিট, বড়বাজার, এগরা স্ট্রিট, মেঙ্গো লেন ইত্যাদি বাজার বন্ধ থাকবে। তবে পোস্তা সহ অন্যান্য কিছু বাজার এই সময় খোলা থাকবে।