আজ নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন আগামী ২১ তারিখ থেকে রাজ্যের সব বড় দোকান খুলবে। এছাড়া ২৭ মে থেকে হকার্স মার্কেট ও খুলবে। তবে অড-ইভেন পদ্ধতি অর্থাৎ জোড়-বিজোড় পদ্ধতিতে খুলবে। তবে এর জন্য পাস নিতে হবে পুলিশের থেকে। কন্টেনমেন্ট জোনগুলিতে দোকান খুলবে না। প্রয়োজনীয় সমস্ত সতর্কতা পালন করা হবে বলেও তিনি জানিয়েছেন।
দেশের নির্দেশমতো রাজ্যেও আগামী ৩১ মে পর্যন্ত লকডাউন চলবে। রাজ্যের পক্ষ থেকে করোনা মোকাবিলায় সব ব্যবস্থা নেওয়া হবে বলেছেন তিনি। শপিং মল খোলা যাবে না। কিন্তু মলের ভিতরে অফিস থাকলে অফিস খোলা যাবে। সামাজিক দূরত্ব মেনে হোটেল খোলা যাবে। রেস্তোরাঁ খোলা রাখা যাবে না। এছাড়া বেসরকারী সংস্থাগুলি একদিন অন্তর অন্তর খুলবে। ৫০% কর্মী নিয়ে কাজ করা যাবে বলে জানানো হয়েছে।
২১ মে থেকে আন্তঃরাজ্য বাস পরিষেবা চালু করা হবে। এছাড়া সেলুন, বিউটি পার্লার সামাজিক দূরত্ব মেনে খোলা রাখা যাবে। প্রযোজনীয় সব সরঞ্জাম অর্থাৎ ছুরি, কাঁচি সব স্যানিটাইজ করতে হবে। আর সামাজিক অনুষ্ঠানে ১৫ জনের বেশি উপস্থিত থাকতে পারবেন না বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এছাড়া তিনি স্পষ্ট করে বলে দেন,’ নাইট কারফিউ বলে রাজ্যে সরকারিভাবে কিছু থাকছে না। মানুষের ভোগান্তি হোক, চাই না। কিন্তু বেআইনি জমায়েত যাতে না হয় সেদিকে নজর রাখা হবে।’