ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশের সুবিধা এবার ভোগ করতে পারেন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বোর্ডের কর্মীরাও। একই সাথে, মাদ্রাসা বোর্ডের কর্মীরাও এই সুবিধা পেতে পারেন বলে জানা গেছে। শুধু তাই নয়, রাজ্যের সাহায্য প্রাপ্ত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নন টিচিং স্টাফ, কর্মীরাও যাতে এই বেতন কমিশনের সুপারিশের সুবিধা পেতে পারে তা সুনিশ্চিত করতে বেতন কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে।
এই সংক্রান্ত এক নির্দেশিকা ইতিমধ্যে জারি করেছে অর্থমন্ত্রক। কমিশনকে তিন মাস সময় দিয়ে যেখানে বলা হয়েছে, এই সময় কালের মধ্যে সমস্ত কর্মীদের বেতন কাঠামো খতিয়ে দেখতে হবে। এই সমস্ত কর্মীরা কীভাবে ষষ্ঠ বেতন কমিশনের সুবিধা পেতে পারে তাও খতিয়ে দেখতে বলা হয়েছে। এর ভিত্তিতে একটি রিপোর্ট তৈরী করে জমা করতে নির্দেশ দেওয়া হয়েছে।
এই সমস্ত কিছু বিবেচনা করে কর্মীদের বেতন কত বাড়ানো হবে তা ঠিক করবে অর্থমন্ত্রক এমনটাই খবর পাওয়া গেছে নবান্ন সূত্রে। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে ষষ্ঠ বেতন কমিশনের জন্য অপেক্ষা করে রয়েছে রাজ্যের কর্মীরা।