১লা জুন থেকে খুলে যাবে সকল ধর্মীয় স্থান, ঘোষণা মুখ্যমন্ত্রীর
আগামী ১লা জুন থেকে খুলে যাচ্ছে পশ্চিমবঙ্গের সমস্ত মন্দির, মসজিদ, গির্জা, গুরুদ্বারা। শুক্রবার বিকেলে নবান্নের একটি সাংবাদিক সম্মেলনে এমনটাই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এক্ষেত্রে মানতে হবে কিছু বিধিনিষেধ। একসঙ্গে ১০ জনের বেশি প্রবেশ বা কোনও জমায়েত করা চলবে না।
এই বৈঠকে মুখ্যমন্ত্রী পরিযায়ী শ্রমিকদের পরিবহনে অনিয়মের প্রসঙ্গে বলেন, “ট্রেনে শ্রমিক আসার ক্ষেত্রে যদি এতো গাদাগাদি করা যায় তবে মন্দির, মসজিদ খুলতে অসুবিধা কীসের। এতে মানুষ এই সংকট থেকে মুক্তি পাওয়ার জন্য প্রার্থনা করার সুযোগ পাবে। তাই মন্দির, মসজিদ খুলে দেওয়া হবে।”
প্রথমে তিনি আগামীকাল থেকেই মন্দির খোলার কথা বলেছিলেন, পরে আবার বলেন এতোদিন বন্ধ থাকার ফলে ভেতরে সাপ, ব্যাঙ ঢুকে থাকতে পারে। তাই পরিষ্কার করতে ৭২ ঘন্টা সময় দিয়ে ১লা জুন থেকে খোলার দিন স্থির করা হয়। তবে শুধু পশ্চিমবঙ্গ সরকারই নয় এর আগে কর্নাটক সরকারও কেন্দ্রকে, নিজরাজ্যে ধর্মস্থানগুলি খোলার অনুমতি চেয়েছিল।
উল্লেখযোগ্য, আগামী রবিবার চতুর্থ দফার লকডাউন শেষ হতে চলেছে। জানা গিয়েছে কিছু নিয়ম শিথিল করে ঘোষিত হতে পারে পঞ্চম দফার লকডাউন। অনেকের ধারণা আগামীদিনে ধর্মস্থান খোলার অনুমতি দিতে পারে কেন্দ্রীয় সরকারও।