Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

বাজেয়াপ্ত করা হল অর্জুন রামপালের যাবতীয় ইলেক্ট্রনিক্স গ্যাজেট : NCB

Updated :  Monday, November 9, 2020 7:27 PM

মাদক কান্ডে নোয়া মোড়। আবার ঝড় উঠতে চলেছে বলিউডে। NCB কর্তৃক অর্জুন রামপালের যাবতীয় ইলেক্ট্রনিক্স গ্যাজেট বাজেয়াপ্ত করা হয় এবং ১১ নভেম্বর অভিনেতাকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার সকালে অর্জুনের বাড়িতে হানা দিয়ে তল্লাশি শুরু করে NCB৷ ইতিমধ্যে অর্জুন রামপালের বান্ধবী গ্যাব্রিয়েলা ডেমেট্রিয়াডেসের ভাই অ্যাগিসিয়ালস ডেমেট্রিয়াডেসকে গ্রেফতার করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। সূত্রের খবর অনুযায়ী, এই অ্যাগিসিয়ালস নাকি মার্কেটিংয়ের কাজের আড়ালে মাদকপাচার করেন। এমনকি তাঁর সঙ্গে একাধিক মাদক পাচারকারীর যোগাযোগ আছে বলে সূত্রের খবর। এরপরেই অর্জুনের একাধিক বাড়িতে তল্লাশি চালিয়ে গেছে এনসিবি-র টিম।

অর্জুন রামপালের লিভ ইন পার্টনার গ্যাব্রিয়েলার ভাইকে মাদক রাখার অভিযোগে গ্রেফতার করার পরেই অর্জুন রামপালের উপর সমস্ত সন্দেহের তীর এসে পরে এনসিবি-র। এদিকে ফিরোজ নাদিয়াদওয়ালার পরিবার থেকে তাঁর স্ত্রী শাবানাকে গ্রেফতার করে। এই প্রযোজকের বাড়ি থেকে প্রায় ১০ গ্রাম গাঁজা উদ্ধার করে এনসিবি।

এখনও পর্যন্ত এনসিবি মাদক কাণ্ডে একে একে দিপিকা পাড়ুকোন, সারা আলি খান, শ্রদ্ধা কাপূর, রকুলপ্রীত সিং-দের মতো বলিউডের নামী তারকাদের ডেকে পাঠিয়ে জেরা করে। এবারে পালা অর্জুন রামপালের। তাঁর সবকটি বাড়িতে তল্লাশি চালিয়েছে এনসিবি-র কর্মকর্তারা, বাজেয়াপ্ত করা হয়েছে তাঁর ব্যবহৃত সমস্ত ইলেক্ট্রনিক্স গ্যাজেট।