বিনোদন

Web series: শীতের দিনেও আপনার ঘাম ঝরাবে এই সমস্ত ইরোটিক ওয়েব সিরিজ, রইলো তালিকা

আজকাল ইন্টারনেটে অনেক বোল্ড ওয়েব সিরিজ পাওয়া যায়

Advertisement

বর্তমান সময়ে সিনেমা সিরিয়ালের পাশাপাশি গ্ল্যামার ইন্ডাস্ট্রিতে এক নতুন সংযোজন হয়েছে ওয়েব সিরিজের। আসলে প্রযুক্তির সাথে খাপ খাইয়ে চলতে গিয়ে এখন প্রত্যেকেই ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ওয়েব সিরিজ দেখতে পছন্দ করেন। বাংলা, হিন্দি এবং অন্যান্য আঞ্চলিক ভাষার বেশ কিছু ওয়েব সিরিজ টেক্কা দেয় বড় বাজেটের সিনেমাকেও। আসলে করোনা পরবর্তী সময় থেকে ডিজিটাল মিডিয়া কদর বুঝে গিয়েছে সাধারণ মানুষ। আর সেই সাথে পাল্লা দিয়ে চলার জন্য জন্ম নিয়েছে একাধিক প্রতিটি প্ল্যাটফর্মের।

তবে এই ডিজিটাল মার্কেটে সবচেয়ে বেশি জনপ্রিয় বেশ কিছু অ্যাডাল্ট ওয়েব সিরিজ। উল্লু, প্রাইম শট, কোকু ইত্যাদি জায়গায় প্রায় প্রতিদিন কোনো না কোনো ওয়েব সিরিজ রিলিজ করে। যৌনতায় ভরা ওয়েব সিরিজগুলোর জনপ্রিয়তা কিন্তু কম নয়। প্রত্যেকটি ওয়েব সিরিজ প্রায় লাখ লাখ মানুষ দেখে থাকেন। এই সমস্ত ওয়েব সিরিজের হট সিন দেখে এই ঠান্ডায় ঘাম দিতে পারে আপনার। এমন কিছু ওয়েব সিরিজ নিয়ে আজকের এই প্রতিবেদন।

এমএক্স প্লেয়ারের একটি জনপ্রিয় ওয়েব সিরিজ হল এক থি বেগম। এই ওয়েব সিরিজে এক নারীর জীবনযুদ্ধের কথা তুলে ধরা হয়েছে। তবে সেই সাথে রয়েছে টানটান উত্তেজনা এবং রহস্যের গোলকধাঁধা। দেশি স্টাইলে বানানো এই ওয়েব সিরিজে রয়েছে কিছু বোল্ড সিনও। এই ওয়েব সিরিজে বেগমের চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন অনুজা শেঠি। তাঁর কিলার এক্সপ্রেশন এবং সাহসী দৃশ্যের ফ্যান হয়ে গিয়েছে অনেকেই।

সাহসিকতার নিরিখে আরেকটি ওয়েব সিরিজ যা সকলের পছন্দ তা হল রাসভরি। স্বরা ভাস্করের এই সিরিজটি মুক্তির সময়েও শিরোনামে ছিল। অ্যামাজন প্রাইম ভিডিওর এই সিরিজে, স্বরা একজন গণিকা চরিত্রে অভিনয় করেছেন যিনি খুব ভালোভাবে জানেন কীভাবে পুরুষদের তার ফাঁদে আটকাতে হয়। এতে বেশ সাহসী দৃশ্য দিয়েছেন স্বরা।

আধা ইশক হল ভুটের একটি ওয়েব সিরিজ যেখানে এমন একজন মহিলার গল্প যে তার স্বামীর প্রতি সন্তুষ্ট নয়, তাই সে নিজের জন্য এমন একজন সঙ্গী চায় যে তাকে অগাধ ভালবাসা দিতে পারে। আমনা শরীফ ও কুনয় রায় অভিনীত এই সিরিজে অনেক হট দৃশ্য রয়েছে।

এছাড়া সম্প্রতি উল্লুতে রিলিজ করেছে দোরাহা পার্ট ২। উল্লুর ওয়েব সিরিজ যে ইরোটিক সিনে ভরপুর থাকবে সেই নিয়ে কোনো সন্দেহ থাকে না। এই ওয়েব সিরিজ অবশ্যই দেখতে হবে একান্তে।

Related Articles

Back to top button