Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Nysa Devgan: কয়েক মাসেই এতটা বদল, চেনাই দায় অজয় দেবগনের মেয়েকে, পুরো চেহারা পাল্টে গেছে

Updated :  Wednesday, November 2, 2022 4:23 PM

বলিউডের এখন অন্যতম চর্চার বিষয় হয়ে উঠেছেন অজয় দেবগনের কন্যা নায়সা দেবগন। সম্প্রতি টিনসেল টাউনে দীপাবলি উপলক্ষে অনুষ্ঠানে তার সাজ পোশাকের ছবি দেখে বলিপাড়ার সকলেই কার্যত অবাক। মাত্রকয়েক মাসের মধ্যেই অজয় এবং কাজলের কন্যার কিভাবে এত পরিবর্তন হলো তা নিয়ে কৌতুহল প্রকাশ করেছেন অনেকে। পোশাক শিল্পী অনিতা ডংরে তারকা কন্যার একটি ছবি সমাজ মাধ্যমে পোস্ট করার সঙ্গে সঙ্গেই রীতিমত আলোরন সৃষ্টি হয়ে গিয়েছে টিনসেল টাউনে। এই ছবিতে অনেকেই মন্তব্য করেছেন, ‘নায়সাকে তো চেনাই যাচ্ছে না।’ অনেকে আবার তার পুরনো ছবির সঙ্গে এই ছবি মিলিয়ে তাকে তুলনা করেছেন।

Nysa Devgan: কয়েক মাসেই এতটা বদল, চেনাই দায় অজয় দেবগনের মেয়েকে, পুরো চেহারা পাল্টে গেছে

যদিও এই প্রথমবার কটাক্ষের শিকার হতে হয়নি তাকে। এর আগে বহুবার বিতর্ক হয়েছে তাকে নিয়ে। সম্প্রতি পুরুষ বন্ধুর সঙ্গে পার্টিতে গিয়ে বিতর্কে সম্মুখীন হয়েছিলেন তিনি। নেটিজেন্দের মধ্যে অনেকেই তাকে পুরুষঘেঁষা বলে দাগিয়ে দেন। এত কম বয়সে মদ্যপান করা নিয়েও অনেক এই প্রশ্ন তুলেছিলেন। পাশাপাশি ওরহান অাবর্তমানির সঙ্গে তার বিশেষ বন্ধুত্ব নিয়ে কম জল ঘোলা হয়নি। এই মুহূর্তে টিনসেল টাউনের অন্যতম চর্চিত যুবক তিনি। তার সঙ্গে নায়সার বিশেষ বন্ধু নিয়ে কৌতুহলী বলিপাড়ার অনেকেই

Nysa Devgan: কয়েক মাসেই এতটা বদল, চেনাই দায় অজয় দেবগনের মেয়েকে, পুরো চেহারা পাল্টে গেছে

এই বছরের এপ্রিল মাসে ১৯ বছর বয়সে পা দিয়েছেন তিনি। কবে তা নিয়ে বড়পর্দায় দেখা যাবে তা নিয়ে জল্পনার শেষ নেই। মুম্বাইয়ের ধীরুভাই আম্বানি স্কুলে পড়াশোনা করেছিলেন তিনি। এরপর উচ্চ শিক্ষার জন্য সিঙ্গাপুরের ইউনাইটেড ওয়ার্ল্ড কলেজ অফ সাউথ ইস্ট এশিয়া কলেজে ভর্তি হন। রূপচর্চা থেকে জীবনচর্চার দিকে অনেক বেশি নজর তার। নারী বলে জীবনযাত্রা কিংবা গতিবিধি সব সময় নিয়মে বেধে ফেলতে হবে এটা তিনি কখনোই মনে করেন না।

Nysa Devgan: কয়েক মাসেই এতটা বদল, চেনাই দায় অজয় দেবগনের মেয়েকে, পুরো চেহারা পাল্টে গেছে

গায়ের রং, মেকাপ এবং পোশাক নিয়ে বারবার বিতর্কের সম্মুখীন হয়েছেন তিনি। ২০১৯ সালে মে মাসে অজয় দেবগনের বাবা বিরু দেবগণ প্রয়াত হয়েছিলেন। কিন্তু মৃত্যুর ঠিক পরের দিন নায়সার পার্লার যাওয়ার দৃশ্য ক্যামেরাবন্দি করে তাকে বিতর্কের মুখে ফেলেছিলেন পাপারাজ্জিরা। এমনকি নায়সা নিজেও সমাজ মাধ্যমে একটি সেলফি পোস্ট করেছিলেন। এই শোকের আবহে কিভাবে পার্লার যাওয়ার মত মানসিক অবস্থা তার হতে পারে, সেই নিয়ে কটাক্ষের শিকার হয়েছিলেন তিনি। যদিও সেই সময় নায়সার পাশে দাঁড়িয়ে ছিলেন অজয়। তিনি একটি সাক্ষাৎকারে বলেছিলেন, তার বাড়িতে সকলেই শোকাহত, নায়সাও মানসিক দিক থেকে ভেঙে পড়েছিলেন বলেও জানিয়েছিলেন অজয়। তাই মেয়ের মন ভালো করার জন্যই তাকে বাইরে থেকে ঘুরে আসতে বলেন তিনি।