DA Hike: ডিএ-র পর আরও দুই ভাতা বৃদ্ধি, প্রতি মাসে উপরি ১১০০০ টাকা আসবে ব্যাংক অ্যাকাউন্টে
গত মার্চ মাসে ভোট ঘোষণার আগেই বাড়িয়ে দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের (Central Government Employees) মহার্ঘ ভাতা ওরফে ডিএ (DA)। এতদিন তারা ৪৬ শতাংশ হারে ডিএ পেয়ে আসছিলেন। তবে লোকসভা নির্বাচনের নির্ঘন্ট ঘোষণার আগেই ডিএ ৪ শতাংশ বাড়িয়ে করে দেওয়া হয় ৫০ শতাংশ। বর্তমানে সপ্তম বেতন কমিশনের আওতায় কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৫০ শতাংশ হারে ডিএ পাচ্ছেন। শুধু তাই নয়, এবার আরো পকেট ভারী হতে চলেছে তাদের।
মহার্ঘ ভাতা ৫০ শতাংশ হওয়ার পর এবার আরো দুটি ভাতা বাড়িয়ে দেওয়া হয়েছে সরকারি কর্মচারীদের। ডিএ বাড়ানোর পর এবার চিলড্রেনস এডুকেশন অ্যালাওয়েন্স এবং হোস্টেল সাবসিডিও বেড়ে গিয়েছে। এই ভাতাগুলি ২৫ শতাংশ বেড়ে সংশোধন করা হয়েছে। এই বর্ধিত ভাতা নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। তাই বিভ্রান্তি দূর করার জন্য একটি নির্দেশিকা প্রকাশ করা হয়েছে কেন্দ্রীয় কর্মীবর্গ এবং পেনশন মন্ত্রকের তরফে।
২৫ এপ্রিল জারি করা ওই নির্দেশিকায় সুস্পষ্ট ভাবে উল্লেখ করা হয়েছে, কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের ডিএ ৫০ শতাংশ বৃদ্ধি করার পর শিশু শিক্ষা ভাতা এবং হস্টেলের সাবসিডির পরিমাণেও সংশোধন করা হয়েছে। ১ জানুয়ারি ২০২৪ থেকেই এই সংশোধন কার্যকরী হবে। নির্দেশিকাতে এও স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে, ডিএ ৫০ শতাংশ বাড়লে সংযুক্ত ভাতাগুলিও ২৫ শতাংশ হারে বাড়বে।
বলা হয়েছে, শিশু শিক্ষা ভাতা বেড়ে হবে প্রতি মাসে ২৮১২.৫ টাকা। বার্ষিক খরচ সত্ত্বেও সরকারি কর্মীদের হস্টেল ভর্তুকি হচ্ছে মাস প্রতি ৮৪৩৭.৫ টাকা। নির্দেশিকায় বলা হয়েছে, যে সকল সরকারি কর্মচারীদের সন্তান বিশেষ ভাবে সক্ষম তারা শিশু শিক্ষা খাতে ৫৬২৫ টাকা করে প্রতি মাসে পাবেন। বিশেষ ভাবে সক্ষম মহিলাদের শিশুদের দেখভালের জন্য বিশেষ ভাতায় সংশোধন করে মাস প্রতি ৩৭৫০ টাকা করা হয়েছে। ডিএ ৪ শতাংশ বাড়ার সঙ্গে সঙ্গেই ১ লা জানুয়ারি থেকে কার্যকর হয়েছে এই বর্ধিত ভাতাগুলি।