পুষ্পা ২ ছবির সাফল্যের পর এবার গ্রেফতার হলেন অভিনেতা অল্লু অর্জুন। কিছুদিন আগেই তার পুষ্পা ছবি দ্বিতীয় খণ্ড রিলিজ হয় সিনেমা হলে। সাথে সাথেই তুমুল জনপ্রিয়তা পায় এই ছবিটি। তবে এর সাথে একটা অনভিপ্রেত ঘটনা ঘটে যায়। সিনেমা দেখতে যাওয়ার পথে সিনেমা হলের সামনে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় এক মহিলার। পাশাপাশি গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হন ওই মহিলার নয় বছরের ছেলে। আর এই ঘটনার কারণেই গ্রেফতার হতে হল সিনেমার নায়ক কে। জানা যাচ্ছে, এই মৃত্যুর কারণবশত সরাসরি অভিনেতার বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ। আর সেই কারণেই আজ সকালে SCP পৌঁছে যায় তার বাড়িতে এবং গ্রেফতার করে অভিনেতাকে।
বর্তমানে অভিনেতাকে চিক্কদপল্লি থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং তার মেডিকেল পরীক্ষা চলছে। হায়দ্রাবাদের সন্ধ্যা থিয়েটারে দর্শকদের সঙ্গে সিনেমা দেখতে পৌছান ওই সিনেমার নায়ক। তার আসার সঙ্গে সঙ্গেই একেবারে হুড়োহুড়ি পড়ে যায়। পুলিশ চেষ্টা করেও ভিড় সামলাতে পারেনি। আর তখনই ঘটে যায় এই বিপদটি। তবে, গ্রেফতারের সময় অভিনেতাকে খুব একটা চিন্তিত দেখা যায়নি। বরং পুলিশের সঙ্গে কফি খেতে খেতে তিনি গাড়িতে ওঠেন। কথা বলেন তাদের টিমের সঙ্গে।
তার এই গ্রেফতারের কারণে নেটপাড়া দুই ভাগে বিভক্ত। কয়েকজন দর্শক বলছেন, অভিনেতার এই গ্রেফতারের বিষয়টি রীতিমতো হাস্যকর। পাশাপাশি অনেকে আবার পুলিশের নিরাপত্তা সিস্টেমের বিরুদ্ধে আঙ্গুল তুলছেন। তারা বলছেন, যখন অভিনেতা আসছেন তখন এরকম ভাবে নিরাপত্তা বেষ্টনী ভালো করা হয়নি কেন। অন্যদিকে আরেক দল বলছে, যদি তিনি তারকা হয়েও থাকেন, তাহলেও কি তার কোন দায় নেই, পুলিশ একেবারে ঠিক সিদ্ধান্ত নিয়েছে।