দক্ষিণী তারকা আল্লু আর্জুন এর জনপ্রিয়তা দিন প্রতিদিন বেড়েই চলেছে। সম্প্রতি পুষ্পা দা রাইজ ছবির জন্য সেই জনপ্রিয়তা বেড়েছে বহুগুনে। করোনা পরিস্থিতি সত্বেও ১০০ কোটির গণ্ডি ছাড়িয়ে গিয়েছে এই সিনেমাটি। অল্লু অর্জুন অভিনীত ছবি মানেই সেটা হতেই হবে সুপারহিট। ইতিমধ্যেই দক্ষিণ ভারতের নায়ক হিসেবে নিজেকে অন্তর্ভুক্ত করে ফেলেছেন তিনি। একটা সময় ছিল যখন একটা ছবিতে অভিনয় করার জন্য তিনি নিতেন ১০ কোটি টাকা। ধীরে ধীরে তার জনপ্রিয়তা বাড়তে শুরু করায় তার পারিশ্রমিক হয়ে দাঁড়ায় প্রায় ৩৫ কোটি টাকা।

শুধু তাই নয়, তার অভিনীত শেষ কয়েকটি সিনেমা যতটা জনপ্রিয় হয়েছে, সেই অনুপাতে বৃদ্ধি পেয়েছে তার পারিশ্রমিকের পরিমাণও। তাই পরিশ্রমিকের পরিমাণ ইতিমধ্যেই প্রায় তিন গুণ বাড়িয়ে ফেলেছেন আল্লু। এছাড়াও বিভিন্ন বিজ্ঞাপনী সংস্থার সঙ্গে যখন তিনি কাজ করেন তখন তিনি বেশ মোটা অংকের একটা টাকা গ্রহণ করেন সেই বিজ্ঞাপনের জন্য। ইতিমধ্যেই তার সম্পত্তির পরিমাণ প্রায় ৩৪৯ কোটি টাকা। মাত্র ৩ বছরের মধ্যে নিজের সম্পত্তি দ্বিগুণ করে ফেলেছেন আল্লু আর্জুন।

অভিনয় জগতে কাকা চিরঞ্জীবীর বিজেতা নামক একটি ছবিতে শিশুশিল্পী হিসেবে অভিনয় শুরু করেছিলেন তিনি। ১৯৮৫ সালে সেই শুরু। এরপর প্রথমে নায়ক হিসেবে কন্নড় ছবিতে অভিষেক করলেন তিনি। আর সেই ছবির জন্য প্রথম বছরেই বেস্ট ডেবিউ একটা সম্মান পেয়ে গেলেন তিনি। তারপর এই একের পর এক আরিয়া, বাণী, বদ্রিনাথ, সন অফ সত্যমূর্তি, ইয়েভাদু, হ্যাপি, শংকর দাদা জিন্দাবাদ, লাকি দ্যা রেসার এর মত একাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি। তার সাথে সাথেই প্রচুর সম্পত্তি অর্জন করেছেন তিনি। মাত্র ৩৮ বছর বয়সেই ১০০ কোটি টাকার বাড়ি এবং বেশ দামী অনেকগুলি গাড়ির সম্ভার তৈরি করেছেন তিনি।

এছাড়াও ছটি বিলাসবহুল গাড়ি, এবং ৮০ কোটি টাকা মূল্যের একটি নিজস্ব প্রাইভেট জেট রয়েছে তার। তার পরিবারে আছেন সর্বমোট ৪ জন। দুই ছেলেমেয়ে অল্লু আইয়ান এবং অল্লু আরহা ও স্ত্রী স্নেহাকে নিয়ে বিলাসবহুল জীবনযাপন করেন অভিনেতা।














Spice Girls Reunite to Celebrate Emma Bunton’s 50th Birthday in the English Countryside