Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Pushpa 2 Diologue: ইভেন্টে ভুল করলেন আল্লু অর্জুন, ফাঁস হল ‘পুষ্পা ২’এর ডায়লগ, ভাইরাল ভিডিও

Updated :  Sunday, July 23, 2023 8:45 AM

২০২১ থেকেই দক্ষিণী ছবি ‘পুষ্পা: দ্যা রাইজ’এর প্রশংসায় পঞ্চমুখ গোটা বিশ্ব। ছবিতে পুষ্পা অর্থাৎ আল্লু অর্জুনের অভিনয় রীতিমতো সকলের নজর কেড়ে নিয়েছিল। পাশাপাশি ছবিতে শ্রীভাল্লীর চরিত্রে রশ্মিকা মন্দনা ও পর্দার এসপি ভাওরা সিং শিখাওয়াতের অভিনয়ও অসংখ্য প্রশংসা কুড়িয়েছিল। আপাতত, অগণিত দর্শকমহল আবারো তাদের প্রিয় আল্লু অর্জুন ও রশ্মিকা মন্দনা জুটিকে পর্দায় দেখার অপেক্ষায় দিন গুণছেন। তবে এর মাঝেই সোশ্যাল মিডিয়ার পাতায় ভাইরাল হয়েছে আল্লু অর্জুনের একটি ভিডিও। আর সেই সূত্রে এই শোরগোল পড়েছে মিডিয়ার পাতায়।

এই মুহূর্তে নিজের ছবি ‘বেবি’র প্রচার নিয়ে ব্যস্ত অভিনেতা। আপাতত, সোশ্যাল মিডিয়ার পাতায় যে ঝলক ভাইরাল হয়েছে সেটি তার উল্লেখ্য ছবির এক প্রচার অনুষ্ঠানেরই ঝলক। এই ঝলকে মিডিয়ার সামনে নিজের বক্তব্য পেশ করতে দেখা গিয়েছে অভিনেতাকে। এদিন তার কাছে মিডিয়ার তরফ থেকে পুষ্পা ২ নিয়ে একাধিক প্রশ্ন ধেয়ে আসছিল। আর সেই নিয়ে কথা বলতে গিয়েই ‘পুষ্পা ২’এর একটি সংলাপ তার মুখ ফসকে বেরিয়ে যায়। তার সেই কথার অর্থ, ‘এখানে সবাই নিয়ম করে, এটাই পুষ্পার নিয়ম’। এরপরেই সেখানে উপস্থিত সকলেই উচ্ছ্বসিত হয়ে পড়েন, তা ভিডিওতে তাদের উচ্ছ্বাসেই স্পষ্ট। অভিনেতা সংলাপ বলার পরই হেসে মাইক নামিয়ে নিজের জায়গায় ফিরে গিয়েছিলেন। তবে অন্য ছবির প্রচারে এসে নিজের আসন্ন ছবির সংলাপ ফাঁস করে দেওয়ায় চর্চায় উঠে এসেছেন তিনি। তবে এই ঘটনায় খুশি তার ভক্তরা।

‘পুষ্পা ২’এর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন অগণিত সিনেমাপ্রেমীদের পাশাপাশি তার অজস্র ভক্তরাও। এই ছবি নিয়ে দর্শকদের মাঝে উচ্ছ্বাস কম নয়। জানা গেছে, সব ঠিকঠাক চললে আগামী বছর অর্থাৎ ২০২৪’এর মে মাসেই বড়পর্দায় মুক্তি পেতে চলেছে ‘পুষ্পা: দ্যা রুল’। বলাই বাহুল্য, ট্রেলার মুক্তি পাওয়ার পর থেকেই দিন গোনা শুরু করে দিয়েছেন প্যান ইন্ডিয়ার দর্শকরা।