ভারতঃ করোনার জেরে বছরের তৃতীয় মাস থেকেই চলছে লকডাউন। যার জেরে কাজ হারিয়েছে প্রায় কয়েক লক্ষ মানুষ ৷ কিন্তু এই পরিস্থিতিতেও একদম অন্য ছবি দেখা গিয়েছে অ্যামাজন ইন্ডিয়ার ক্ষেত্রে৷ কারণ তারা শীঘ্রই এক লাখেরও বেশি কর্মীকে নিয়োগ করতে চলেছে। চলতি বছরের গত কোয়ার্টারে অ্যামাজনের রাজস্ব আয় বেড়েছে ৪০ শতাংশ।
গত ২৬ বছরের ইতিহাসে এটাই সর্বোচ্চ লাভ সংস্থার। ২০২৫ সালের মধ্যে ভারতে ১০ লক্ষ কর্মসংস্থান তৈরিরও টার্গেট রয়েছে এই সংস্থার৷
আর লকডাউনে বাড়ি বসেই প্রয়োজনীয় জিনিসের অর্ডার-এর তাল মেলাতেই কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে এই সংস্থা। বর্তমানে এই সংস্থায় স্থায়ীভাবে কাজ করছেন ৮,৭৬, ৮০০ কর্মী৷
কিন্তু যাদের নেওয়া হবে সেই কর্মীরা আমেরিকা ও কানাডা দুই জায়গাতেই কাজ করতে পারবেন। সেপ্টেম্বরেই ১০০টি নতুন ওয়্যারহাউজ ও অপারেশন্স সেন্টার চালু করা হবে। এসব সেন্টারে কাজ করার জন্য ফুল ও পার্টটাইম দুইভাবেই কর্মী নিয়োগ করা হবে। এই চাকরির নুন্যতম যোগ্যতা হতে হবে উচ্চমাধ্যমিক পাস।














Spice Girls Reunite to Celebrate Emma Bunton’s 50th Birthday in the English Countryside