Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Gadar 2: অনলাইনে ফাঁস ‘গদর ২’ অভিনেত্রী সিমরত কৌরের ‘যৌন দৃশ্য’, এমন ভিডিও দেখুন

Updated :  Friday, July 14, 2023 12:27 PM

২০০১ সালে সানি দেওল ও আমিশা পাটেল অভিনীত ‘গাদার এক প্রেম কথা’ ছবিটি রীতিমতো বক্সঅফিস কাঁপিয়ে দিয়েছিল। ছবিটি দাগ রেখে গিয়েছিল দর্শকদের মনে। যার রেশ রয়েছে আজও। আর দর্শকদের মনের সেই রেশকে আরো দীর্ঘস্থায়ী করতে আগস্ট মাসেই বড়পর্দায় মুক্তি পেতে চলেছে ‘গাদার ২’। এটি ‘গাদার এক প্রেম কথা’র সিক্যুয়াল। শোনা যাচ্ছে, আগের ছবিটি ঠিক যেখানে শেষ হয়েছিল সেখান থেকেই শুরু হবে ‘গাদার ২’এর গল্প। জোরকদমে চলছে প্রচারও। অপেক্ষায় রয়েছেন ভক্তমহলের একাংশও।

তবে এর মধ্যেই ছবির অন্যতম অভিনেত্রী সিমরত কৌরের কিছু ঘনিষ্ঠ দৃশ্য প্রকাশ্যে এসেছে সোশ্যাল মিডিয়ায়। আর সেই ঝলক দেখার পর থেকেই দর্শকমহলের একাংশের মাঝে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। একাংশের মনে হয়েছে আসন্ন ছবিরই দৃশ্য এটি। তবে এই প্রসঙ্গে অভিনেত্রী স্পষ্ট জানিয়েছেন, এটি ‘গাদার ২’র দৃশ্য নয়। পাশাপাশি অভিনেত্রী সোশ্যাল দুনিয়ায় ভাইরাল হওয়া সিমরতের ঘনিষ্ঠ দৃশ্য নিয়েও মুখ খুলেছেন। উল্লেখ্য, আসন্ন ছবিতে সিমরতকে উৎকর্ষ শর্মার বিপরীতেই দেখা যাবে।

Giorgia Andriani: জর্জিয়া আন্দ্রিয়ানি এমন হয়ে উঠছে, ওজন বৃদ্ধি সত্ত্বেও এই লুক ধরা পড়েছে নায়িকার

ভাইরাল হওয়া দৃশ্য সিনেমাতে থাকা নিয়ে একাংশের মাঝে শোরগোল পড়ার পরই অভিনেত্রী নড়েচড়ে বসেছেন। এমনকি নতুন অভিনেত্রী সিমরত কৌরকে আসন্ন ছবিতে অভিনয়ের সুযোগ দেওয়া নিয়েও কথা উঠেছে। আর এই সমস্ত বিতর্কের উত্তর হিসেবে অভিনেত্রী বেশ কিছু কথা বলেছেন নেটনাগরিকদের একাংশের উদ্দেশ্যে। একজন মেয়ে হয়ে তিনি সকলের কাছে অনুরোধ জানিয়েছেন অন্য আরেকজন মেয়েকে লজ্জার মুখে না ফেলতে। পাশাপশি তিনি ইতিবাচকতা ছড়ানোর পরামর্শও দিয়েছেন। তিনি নতুন প্রতিভাদের সুযোগ দেওয়ার কথাও উল্লেখ করেছেন এদিন।

কদিন আগে সোশ্যাল মিডিয়ার পাতায় আসন্ন ছবির একটি টিজার ভাইরাল হয়েছিল যেখানে সানি দেওলকে একটি কবরের পাশে বসে চোখের জল ফেলতে দেখা গিয়েছিল। আর সেই ঝলক যে দর্শকদের একাংশকে উদ্বিগ্ন করে তুলেছিল, তা আর আলাদাভাবে বলার নয়। অনেকেরই হয়তো মনে হয়েছিল এই ছবিতে মারা যেতে পারেন শাকিরা। তবে নিজের ভক্তদের উদ্বিগ্ন দেখে অভিনেত্রী নিজেই ছবির স্পয়লার দিয়ে জানিয়েছিলেন ছবিতে কে মারা যাবে সেকথা তিনি বলতে না পারলেও, শাকিরা যে বেঁচে থাকবে সেকথা স্পষ্ট জানিয়েছিলেন তিনি। আর সেই সূত্র ধরেই পর্দার শাকিরার প্রতি ক্ষুব্ধ হয়েছিলেন দর্শকমহলের একাংশও। পাশাপাশি অভিনেত্রী কদিন আগেই ঠিক সময়ে পেমেন্ট না পাওয়া নিয়েও মুখ খুলেছিলেন। সবমিলিয়ে বলাই বাহুল্য, এই মুহূর্তে ‘গাদার ২’ নিয়ে সরগরম গোটা মিডিয়ামহল।