নিউজপলিটিক্সরাজ্য

ফেব্রুয়ারিতেই রথের রশিতে টান দেবেন শাহ নাড্ডা, রাজ্যে আসবেন মোদি

আগামী ফেব্রুয়ারি ৯ ও ১১ তারিখে জেপি নাড্ডা এবং অমিত শাহ বাংলায় রথযাত্রার সূচনা করতে চলেছেন

Advertisement

ফেব্রুয়ারি শুরু থেকে বাংলা দখলের খেলা সরাসরি নামতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। মেদিনীপুরের হলদিয়াতে আগামী ৭ ফেব্রুয়ারি তিনি একটি জনসভা করতে চলেছেন। আর সেই সফরের আগে এবং পরে রাজ্যে আসতে চলেছেন বিজেপি নেতা জেপি নড্ডা এবং অমিত শাহ। শনিবার নদীয়া থেকে পরিবর্তন যাত্রা সূচনা করবেন অমিত শাহ (Amit Shah)। আর আগামী ১১ ফেব্রুয়ারি কোচবিহারে রথের দড়িতে টান দিতে চলেছেন জেপি নাড্ডা (JP Nadda)।

অন্যদিকে বিজেপি কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় (Kailas Vijayvargiya) বলেছেন দুটি রথযাত্রার নিয়ে সমস্ত পরিকল্পনা তাদের হয়ে গিয়েছে। আর বাকি তিনটি রথযাত্রার নিয়ে এখনও তারা পরিকল্পনা করছেন। এই দুটি রথযাত্রা শুরু হতে চলেছে ঝারগ্রাম এবং তারাপীঠ থেকে। অন্যদিকে কলকাতা অঞ্চলের শেষ রথযাত্রা হতে চলেছে কাকদ্বীপ থেকে। অন্যদিকে, এই পাঁচটি রথযাত্রা শেষ করার পরে বিজেপি ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে একটি জনসভা করতে চলেছে। মনে করা হচ্ছে ওই জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অংশগ্রহণ করতে পারেন।

যদি এই রথ যাত্রার জন্য অনুমতি মিলবে কিনা সেই নিয়ে এখনো কিন্তু ধোঁয়াশা রয়েছে। নবান্নের কাছে রাজ্য বিজেপি দপ্তর চিঠি পাঠিয়েছে। প্রয়োজনে তারা রাজ্যের মুখ্য সচিবের সঙ্গে বৈঠকে বসতে রাজি। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেছেন, “আমরা বর্তমানে সমস্ত আটঘাট বেঁধে নামতে চলেছি। বর্তমানে আমরা নবান্নে আরজি জানিয়েছি। যদি অনুমতি না মেলে তাহলে আমরা আদালতের দ্বারস্থ হতে চলেছি। অন্যান্য বিকল্প পদ্ধতিগুলি আমরা চিন্তা রাখবো।” তবে উল্লেখ্য, এর আগেও কিন্তু লোকসভা নির্বাচনে বিজেপি সমস্ত আটঘাট বেঁধে রথযাত্রার বের করতে নেমেছিল কিন্তু সেই রথযাত্রার কিন্তু শেষ মুহূর্তে বাতিল হয়ে যায়।

Related Articles

Back to top button