লাগাতার বিক্ষোভে পিছু হটলো কেন্দ্র, নাগরিকত্ব আইনে সংশোধন আনার ঘোষণা অমিত শাহের
নাগরিকত্ব সংশোধনী বিলকে কেন্দ্র করে অশান্ত হয়ে উঠেছে দেশ। উত্তর পূর্বের রাজ্যগুলিতে হিংসাত্মক ঘটনা বেড়েই চলেছে। এই অবস্থায় কিছু হলেও পিছু হটলো কেন্দ্র। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শনিবার মেঘালয়ের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর নাগরিকত্ব বিলে সংশোধন আনার ঈঙ্গিত দিলেন। ক্রমবর্ধমান হিংসা রুখতেই কেন্দ্রের এই পদক্ষেপ বলে সূত্রের খবর।
ঝাড়খণ্ডের গিরিডিতে এমনই ঈঙ্গিত দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমার সঙ্গে বৈঠকের পর অমিত শাহ বলেন, ‘উত্তর পূর্বের বাসিন্দাদের ভাবাবেগকে সম্মান জানিয়ে নাগরিকত্ব আইনে বদলের কথা ভাবছে কেন্দ্র।’ একইসঙ্গে তিনি আরও জানান, ‘মেঘালয়ের মুখ্যমন্ত্রী ওদের সমস্যার কথা আমাকে জানিয়েছেন। ওরা কিছু পরিবর্তন করার কথা বলেছেন। আমি ওদের আশ্বস্ত করেবলেছি ২৫ ডিসেম্বরের পর দেখা করতে।’
আরও পড়ুন : নাগরিকত্ব বিলের বিপক্ষে যে অসমে এতটা বিক্ষোভ ছড়াবে তা ভাবেননি নরেন্দ্র মোদী, অমিত শাহরা
অমিত শাহের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সামনে মুখ খোলেন কনরাড সাংমাও। এই বৈঠকে তিনি খুশি সে কথা বুঝিয়ে এদিন তিনি বলেন, ‘আমাদের কথা শুনে তা বিবেচনা করার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমি ওনাকে ধন্যবাদ জানাই।’