অনিশ্চয়তার মুখে অমিত শাহের ২ মার্চের বাংলা সফর, বাতিল একাধিক কর্মসূচি

বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা হয়ে যাওয়ার পর থেকে রাজ্যের সমস্ত রাজনৈতিক দলগুলি পুর্নোদ্দমে ভোট প্রচারের কাজে মাঠে নেমে পড়েছে। এই মুহূর্তে গেরুয়া শিবিরের কেন্দ্রীয় নেতৃত্বরা শেষ মুহূর্তের প্রস্তুতি যাচাই করতে…

Avatar

বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা হয়ে যাওয়ার পর থেকে রাজ্যের সমস্ত রাজনৈতিক দলগুলি পুর্নোদ্দমে ভোট প্রচারের কাজে মাঠে নেমে পড়েছে। এই মুহূর্তে গেরুয়া শিবিরের কেন্দ্রীয় নেতৃত্বরা শেষ মুহূর্তের প্রস্তুতি যাচাই করতে বারংবার বাংলা সফরে আসছেন। সেই সূচি অনুযায়ী আগামী ২ মার্চ বাংলা সফরে আসার কথা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। কিন্তু এখন অনিশ্চয়তার মুখে পড়েছে ২ ও ৩ মার্চে শাহ এর সমস্ত কর্মসূচি। এরপর এই কর্মসূচি বাতিল হলে তিনি পরে কবে আসবেন তা নিয়ে দিল্লিতে তরফে কোনো তথ্য দেওয়া হয়নি। বিষয়টি নিয়ে বৈঠক চলছে বলে জানিয়েছে বিজেপি নেতা প্রতাপ বন্দ্যোপাধ্যায়।

নির্বাচন কমিশন ভোটের দিন ঘোষণার পর কেন্দ্রীয় বিজেপি পক্ষে জানানো হয়েছিল যে আগামী ২ মার্চ পশ্চিমবঙ্গে আসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার সেদিন উত্তর কলকাতা টালা থেকে চৌরঙ্গী পর্যন্ত মিছিল করার কথা ছিল। আর তার পরের দিন অর্থাৎ ৩ মার্চ তার মমতা গড়ে দক্ষিণ কলকাতার রাসবিহারী থেকে রবীন্দ্রসদন পর্যন্ত মিছিল করার কথা ছিল। তারপর তার মালদহে একটি জনসভায় যোগ দেয়ার কথা ছিল। এছাড়াও কাকদ্বীপে কলকাতা জনের পরিবর্তন যাত্রা সমাপ্তি করার কথা ছিল তার। কিন্তু তার এই সফর বাতিল হওয়ায় সমস্ত কর্মসূচি এখন ভেস্তে গেছে।

প্রসঙ্গত উল্লেখ্য, এবারের বিধানসভা নির্বাচনে পাখির চোখ বিজেপির। তাই তারা প্রতিনিয়ত কেন্দ্রীয় নেতৃত্বদের রাজ্যে পাঠাচ্ছে। তারা রাজ্যে এসে একদিকে যেমন জনসংযোগ বৃদ্ধি করার চেষ্টা করছে, ঠিক অন্যদিকে শেষ মুহূর্তে দলীয় প্রস্তুতি খতিয়ে দেখে নিচ্ছে। এছাড়াও কিছুদিন আগে অর্থাৎ ১৮ ফেব্রুয়ারি রাজ্য সফরে এসেছিলেন অমিত শাহ। তিনি সেদিন জনসভা এবং রোড শো করেছিলেন। সেখানে মধ্যাহ্নভোজন সেরেছিলেন কাকদ্বীপে এক মৎস্যজীবীর বাড়িতে।