ক্রিকেটখেলানিউজ

অ্যাঞ্জিওপ্লাস্টি করার সম্ভাবনা সৌরভ গঙ্গোপাধ্যায়ের, শারীরিক অবস্থার খোঁজ নিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

Advertisement

বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের শারীরিক অবস্থার খোঁজ নিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সৌরভের দ্রুত আরোগ্য কামনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় সৌরভকে উডল্যান্ড হাসপাতালে ভর্তি করতে হয়েছে।

অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। প্রাক্তন ভারত অধিনায়কের হঠাৎ বুকে ব্যাথা অনুভব হয়। মাথা ঘুরিয়ে বেহালার বাড়িতে পড়ে যান মহারাজ। সেখান থেকেই সোজা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়কে। একটি বেসরকারি হাসপাতালের এমারজেন্সিতে ভর্তি হয়েছেন সৌরভ। সৌরভের জন্য মেডিক্যাল বোর্ড বসলো হাসপাতালে।

সম্ভবত একটি মৃদ্যু হার্ট অ্যাটাক হয়েছে বলে খবর হাসপাতাল সূত্রে। ইতিমধ্যেই তিন জন কার্ডিওলজিস্ট দেখছেন সৌরভকে। শুক্রবার রাতেই কিছুটা অসুস্থ বোধ করছিলেন সৌরভ। তবে সব কিছু ঠিক থাকবে বলেই অনুমান ছিল পরিবারের। তারপরই আজ সকালে অসুস্থ হয়ে পড়েন মহারাজ। জিম করার সময় ব্ল্যাক আউট হয়ে সৌরভের। সঙ্গে ছিল বুকে ব্যাথা। ফলে কোনও ঝুঁকি না নিয়ে সঙ্গে সঙ্গে উডল্যান্ডসে ভর্তি করা হয়েছে। আগে থেকেই হার্টের একটি সমস্যা ছিল সৌরভের, এমনটাই অনুমান চিকিৎসকদের। ফলে সেই সমস্যা আজই দেখা দিয়েছে বলে প্রাথমিক অনুমান চিকিৎসকদের।

এই মুহূর্তে হাসপাতালে সৌরভকে দেখার জন্য তৈরি করা হয়েছে মেডিক্যাল বোর্ড। সৌরভ গঙ্গোপাধ্যায়ের অবস্থা এখন বেশ ভাল বলেই জানানো হয়েছে হাসপাতালের তরফে। একই সঙ্গে সৌরভের দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায় বলেছেন, সৌরভ এখন কিছুটা সুস্থ আছেন। তাঁর হার্টের সমস্যা অনুমান করা হচ্ছে। বাকিটা ডাক্তাররা দেখে জবাব দেবেন।

এখনও পর্যন্ত ইসিজি, চেস্ট এক্স-রে, সহ সিটি ল্ক্যান ও ইকো কার্ডিওগ্রাফি করা হয়েছে সৌরভের। এই রিপোর্ট দেখেই সিদ্ধান্ত হবে যে অ্যাঞ্জিওগ্রাফিও করা হবে কী না বোর্ড প্রেসিডেন্টের। তবে ব্লকেজ আছে বলেই অনুমান করছেন চিকিৎসকরা। বিসিসিআই সভাপতিকে স্টোন্ট বসানো হতে পারে। তবে পুরোটাই এখন অ্যাঞ্জিওগ্রফির ওপর নির্ভর করছে। হাসপাতালে রয়েছেন তাঁর স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়, মেয়ে সহ ভাই স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ও।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যপাল জাগদীপ ধনকড় সহ শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কৈলাস বিজয়বর্গীয়, দিলীপ ঘোষের সঙ্গে ফোনে কথা বলে মহারাজের শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নিচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ইতিমধ্যেই হাসপাতাল চত্বরে রাজ্যের প্রাক্তন ক্রিকেটার উপস্থিত হয়েছেন। এই মুহূর্তে হাসপাতালে রয়েছেন লক্ষ্মীরতন শুক্লা থেকে শুরু করে বাংলার অন্যান্য তারকা ক্রিকেটাররা। সকলেই বিসিসিআই প্রেসিডেন্টের দ্রুত আরোগ্য কামনা করেছেন।

Related Articles

Back to top button