আজ অর্থাৎ রবিবার বাংলা সফরের দ্বিতীয় দিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। গতকাল মেদনীপুরের সভায় তৃণমূলের ৪০ জন বিধায়ককে নিয়ে বিজেপিতে যোগদান করেন শুভেন্দু অধিকারী। এরপর স্বরাষ্ট্রমন্ত্রী যত দ্রুত সম্ভব শুভেন্দু অধিকারীকে দিল্লিতে যাওয়ার নির্দেশ দিয়েছেন। তবে শুভেন্দু অধিকারী ঠিক কবে দিল্লিতে যাবে তা নিয়ে কিছু জানা যায়নি। তবে সূত্রের খবর অনুযায়ী, যত তাড়াতাড়ি সম্ভব অমিত শাহ শুভেন্দু অধিকারীকে দিল্লিতে চাই। কারণ শাহ শুভেন্দু অধিকারীকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে দেখা করাতে চায়। সেখানে মোদির সাথে বৈঠক করে বাংলায় গেরুয়া পতাকা প্রতিষ্ঠার চূড়ান্ত স্ট্র্যাটেজি তৈরি করা হবে।
মোদির সাথে সাক্ষাত করার জন্য শুভেন্দু অধিকারী কে যে ডাকা হচ্ছে তার মাধ্যমে বোঝা যাচ্ছে গেরুয়া শিবির শুভেন্দু অধিকারীকে শীর্ষ নেতৃত্বদের একজন মনে করছে। এমনকি গতকাল দুপুরে বিজেপিতে যোগদান করার পরই রাত্রে নিউটাউনের হোটেলে অমিত শাহের সাথে নির্বাচনী কৌশল নিয়ে বৈঠক করেন শুভেন্দু অধিকারী। এছাড়াও সেদিন মেদিনীপুর থেকে ফেরার পথে শাহের সাথে একই হেলিকপ্টারে কলকাতায় আসেন শুভেন্দু। শুভেন্দু অধিকারীকে বিজেপি শীর্ষ নেতৃত্বরা যে সাধারণ নেতা হিসেবে নিচ্ছে না তা স্পষ্ট। তারা বিদ্রোহী ভূমিপুত্র এর মাধ্যমে বাংলায় গেরুয়া শাসন প্রতিষ্ঠার চেষ্টা করছে।
অন্যদিকে ২০২১ বাংলা বিধানসভা নির্বাচনের আগে অমিত শাহ এর নির্দেশে অমিত মালব্য ছাড়াও ভিন রাজ্য থেকে ৪ নেতা বাংলায় এসে ৫ টি সাংগঠনিক জোনের কাজ পর্যবেক্ষণ করছেন। এছাড়াও সম্প্রতি আরও ৭ নেতা বাংলায় এসেছে ভিন রাজ্য থেকে। তবে প্রত্যেকেই এর আগে বিজেপির জয়ের জন্য বিভিন্ন রাজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল বলে জানা গিয়েছে। তাদের সবাইকে নিয়ে হয় গতকাল রাতে বৈঠক। সেখানে তারা ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়, কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়, অরবিন্দ মেনন প্রমুখরা।
প্রসঙ্গত, আজ অর্থাৎ রবিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বভারতীর উপাচার্যদের সাথে বৈঠক করতে যাবেন। তিনি ঘুরে দেখবেন শান্তিনিকেতন আশ্রম চত্বর। তার সাথে আজ থাকবেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী ও আশ্রমিকরা। তিনি আজকে দুপুরে মধ্যাহ্নভোজন সারবেন এক বাউল বাড়িতে। তারপর আজ দুপুরেই অন্ডাল বিমানবন্দর থেকে তিনি দিল্লির উদ্দেশ্যে রওনা হয়ে যাবেন।