কলকাতানিউজরাজ্য

আজ সকালে কলকাতায় এলেন অমিত শাহ, গতকাল রাতে করেছেন শোভন বৈশাখীর সাথে বৈঠক

Advertisement

গত বুধবার রাতে দুদিনের বাংলা সফরে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গতকাল বাঁকুড়ায় বিভিন্ন প্রশাসনিক কাজকর্ম ও এক ঝাঁক বিজেপি নেতা কর্মীদের সাথে মিটিং করে আজ শুক্রবার সকালে তিনি ফিরছেন কলকাতায়। আজকেই অমিত শাহের বাংলা সফরের দ্বিতীয় অর্থাৎ শেষ দিন। আজ দ্বিতীয় দিনে রাজ্য নেতৃত্ব সাথে বৈঠক করবেন তিনি। সেইসাথে আসন্ন ২০২১ বিধানসভা ভোটের সাংগঠনিক বিষয়বস্তু খতিয়ে দেখবেন তিনি। এছাড়াও একুশের নির্বাচনে বাংলায় বিজেপির স্ট্রাটেজি কি হবে তা তিনি নির্ধারণ করবেন।

 

বাঁকুড়া থেকে আজ সকালে কলকাতায় ফিরে তিনি প্রথমেই যাবেন দক্ষিণেশ্বর মায়ের মন্দির। সেখান থেকে তিনি পদ্মভূষণ প্রাপ্ত পন্ডিত অজয় চক্রবর্তীর সাথে সাক্ষাৎ করতে যাবেন। তারপর দুপুরে বিজেপি নেতা কর্মীদের সাথে সাংগঠনিক বৈঠক করবেন। তারপর তিনি গৌরাঙ্গনগরে এক মতুয়ার বাড়িতে মধ্যাহ্নভোজন করবেন বলে জানা গিয়েছে। মধ্যাহ্নভোজন সেরে তিনি সমাজের বিভিন্ন স্তরের মানুষের সাথে কথা বলে তাদের সমস্যা জানার চেষ্টা করবেন ও একদম শেষে একটি সাংবাদিক সম্মেলনে অংশগ্রহণ করবেন। তারপর আজ রাতেই তিনি দিল্লি ফিরে যাবেন।

 

প্রসঙ্গত, গতকাল রাতে অমিত শাহ শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায় এর সাথে বৈঠক করেছেন। গতবছর আগস্ট মাস থেকে শোভন ও বৈশাখী গেরুয়া শিবিরে নাম লেখালেও তাদের এতদিন সক্রিয় হতে দেখা যায়নি। এমনকি কিছুদিন আগের নরেন্দ্র মোদি, জে পি নাড্ডা বা অমিত শাহ, কারোরই কর্মসূচিতে তাদের উপস্থিত থাকতে দেখা যায়নি। এর ফলে স্বভাবতই গেরুয়া শিবিরে কথা উঠেছিল দলে শোভনবাবুর আদতে ভূমিকাটি কি?

 

মাঝে গুজব রটেছিল শোভনবাবু আবার হয়তো তৃণমূল শিবিরে যোগদান করবেন। কিন্তু কালকের বৈঠক সেই সম্ভাবনা পুরোপুরি হাওয়ায় উড়িয়ে দেয়। বিজেপির সূত্রের খবর, শাহের সাথে কথা হয়েছে শোভনবাবুর। শাহ তাকে দ্রুত দলের কাজে নেমে পড়ার বার্তা দিয়েছেন। কথা বলে বেজায় খুশি শোভনবাবুও। একুশের লড়াইয়ের আগে শোভন চট্টোপাধ্যায়ের সাংগঠনিক দক্ষতাকে কাজে লাগাতে চাইছে অমিত শাহ।

Related Articles

Back to top button