পর পর বেশ কয়েকটি রাজ্যের বিধানসভা ভোটে গদি হারিয়ে চাপে রয়েছে গেরুয়া শিবির। তাই এখন তাদের একমাত্র লক্ষ্য ২০২১ -এর বিধানসভা নির্বাচনে বাংলা দখল। আপাতত বাংলার মসনদকে পাখির চোখ করে লড়তে চলেছে তারা। সেই লড়াইয়ে তাদের সেনাপতি প্রাক্তন বিজেপি সভাপতি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই উপলক্ষ্যে একটি অফিস খুলতে চলেছেন তিনি। সেখান থেকেই দলীয় কাজের পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রকের বিভিন্ন কাজও সারবেন তিনি।
গত রবিবার শহীদ মিনারের পাদদেশে সভা শেষ করে রাজ্য বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠকে শাহ জানান, যেকোন উপায়ে রাজ্যের ক্ষমতা দখল করতে হবে। তবে রাজ্যের কোন নেতাকে মুখ করে এগোতে চাইছে না বিজেপি। তার বদলে মমতার সঙ্গে মোদীর লড়াই হিসেবে দেখতে চাইছে তারা।
আরও পড়ুন : মৃত্যু বেড়ে ৫৩, দিল্লির হিংসায় কবে থামবে মৃত্যুমিছিল?
সেক্ষেত্রে অমিত শাহই বঙ্গ বিজেপির মুখ্য নিয়ন্ত্রক হিসেবে কাজ করবেন। এর জন্য একটা অফিসের প্রয়োজন। শাহের নির্দেশ পেয়ে বাইপাস ও রাজারহাট সংলগ্ন এলাকায় অফিসের জন্য ঘর খোঁজার কাজে ব্যস্ত রাজ্য বিজেপির নেতারা। অফিসের খোঁজ মিললেই সেখান থেকে বাংলা দখলের কঠিন লড়াইয়ের ঘুঁটি সাজাবেন বঙ্গজয়ে মোদীর সেনাপতি অমিত শাহ।