সুন্দরবনবাসীর জন্য প্রতিশ্রুতির বন্যা অমিত শাহের, দেখে নিন একনজরে
সুন্দরবনের গোসাবাতে আজ জনসভা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
একুশে বাংলা বিধানসভা নির্বাচন দোরগোড়ায় এসে উপস্থিত হয়েছে। গেরুয়া শিবির নির্বাচনে জেতার জন্য মরিয়া হয়ে রাজ্যের জেলায় জেলায় প্রচার শুরু করেছে। আজ অর্থাৎ মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিজেপির হয়ে নির্বাচনী প্রচারে ঝড় তুলতে সুন্দরবনের গোসাবা জনসভায় উপস্থিত হয়েছেন। সেই জনসভা থেকে তিনি তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে একাধারে যেমন শাসকদলের অরাজকতার বিরুদ্ধে গলায় সুর তুলেছেন, ঠিক অন্যদিকে বিজেপি জিতলে সুন্দরবনের মানুষের জন্য কি করবে দা বলেছেন।
অমিত শাহ সুন্দরবনবাসীকে যেসব প্রতিশ্রুতি দিয়েছেন, তা দেখে নিন একনজরে:
- গঙ্গাসাগরের প্রভূত উন্নতি হবে। গঙ্গাসাগর মেলাকে আন্তর্জাতিক মেলার স্বীকৃতি দেওয়া হবে।
- দুই বছরের মধ্যে গোটা এলাকায় নলকূপের শুদ্ধ জল পাওয়া যাবে।
- গতখালী থেকে চন্ডিপুর, মুলাখালি থেকে কুমারমারি সংযুক্ত করা হবে ব্রিজের মাধ্যমে।
- সুন্দরবনের জন্য সুন্দরবন ডেভেলপমেন্ট বোর্ড তৈরি হবে যা দেশ-বিদেশ থেকে টুরিস্ট আনার ব্যবস্থা করবে।
- সুন্দরবনকে জেলা হিসেবে ঘোষণা করা হবে।
- ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প শুরু হবে।
- সুন্দরবনে এইমস তৈরি হবে।
- প্রতিটি মৎস্যজীবীকে মাসিক ৬ হাজার টাকা করে দেওয়া হবে।
Public meeting at Gosaba, West Bengal. Watch live! https://t.co/MaBP23wKVa
— Amit Shah (Modi Ka Parivar) (@AmitShah) March 23, 2021
অমিত শাহ জনসভাতে দাঁড়িয়ে প্রতিশ্রুতি দেয়ার পাশাপাশি বর্তমান শাসকদলের বিরুদ্ধে কড়া ভাষায় আক্রমণ করেছেন। তিনি বলেছেন, “আম্ফান, বুলবুল ও আয়লার মত ঝড়ের সময় কেন্দ্র সরকার ১০ হাজার কোটি টাকা পাঠিয়েছিল। কিন্তু তা আত্মসাৎ করে নিয়েছে ভাতিজা কোম্পানি। এই বিষয়ে বিশেষ তদন্তকারী দল সিট গঠন হবে। গরিবের পয়সা কাটমানি হিসেবে যা নেওয়া হয়েছে, তা ফিরিয়ে দেবে বিজেপি।” এছাড়াও সুন্দরবনের জনসভা থেকে অমিত শাহ জানিয়েছেন, “বিজেপি বাংলায় ক্ষমতায় এলে নোবেল এর মতই একটি পুরস্কার দেওয়া হবে রবীন্দ্রনাথ ঠাকুরের সম্মানে। এছাড়া সত্যজিৎ রায়ের সমর্থনে অস্কারের ধাঁচে একটি পুরস্কার দেওয়া হবে।”