Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ক্ষমতায় আসলে পশ্চিমবঙ্গকে ‘সোনার বাংলা’য় পরিণত করবে মোদী সরকার

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, রবিবার কলকাতায় একটি সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে বলেন, জনগণ যদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে রাজ্যে পাঁচ বছর সময় দেন তবে তিনি পশ্চিমবঙ্গকে 'সোনার বাংলায়' রূপান্তরিত করবেন। তিনি আরও…

Avatar

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, রবিবার কলকাতায় একটি সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে বলেন, জনগণ যদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে রাজ্যে পাঁচ বছর সময় দেন তবে তিনি পশ্চিমবঙ্গকে ‘সোনার বাংলায়’ রূপান্তরিত করবেন। তিনি আরও বলেন যে সংশোধিত নাগরিকত্ব আইনের আওতায় ভারতের সকল শরণার্থীকে নাগরিকত্ব দেওয়া হবে।

এই বিষয়ে তিনি একটি সংবাদ সংস্থাকে বলেন, “মোদী সরকারকে পাঁচ বছর দিন আমরা এই রাজ্যটিকে ‘সোনার বাংলা’য় পরিণত করব।আপনারা ‘আর নয় অন্যায়’ কর্মসূচীতে যোগদান করুন এবং এই রাজ্যটিকে একটি নৃশংসতা মুক্ত রাজ্য হিসাবে গড়ে তুলতে সাহায্য করুন।” তিনি নাগরিকত্ব সংশোধনী আইনের ব্যাপারে পুনরায় বলেন যে, এর ফলে কোনো ব্যক্তি নাগরিকত্ব হারাবেন না।বিরোধীরা সংখ্যালঘুদের সন্ত্রস্ত করছে। তিনি সকলকে আশ্বস্ত করে বলেন “আমি সংখ্যালঘু সম্প্রদায়ের প্রত্যেক ব্যক্তিকে আশ্বস্ত করছি যে, নাগরিকত্ব সংশোধনী আইন কেবল নাগরিকত্ব প্রদান করে, তা কেড়ে নেয় না। এটি আপনার নাগরিকত্বকে প্রভাবিত করবে না।”

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : যতই বিরোধিতা হোক, CAA লাগু হবেই, মমতাকে হুঁশিয়ারি অমিত শাহের

এছাড়াও বলেন যে, ভারত এখন সক্রিয় প্রতিরক্ষা নীতি তৈরি করেছে। রাজারহাটে ন্যাশনাল সিকিউরিটি গার্ডের নতুন ভবনের উদ্বোধনকালে তাকে, “মোদিজি প্রধানমন্ত্রী হওয়ার পর বৈদেশিক নীতি থেকে আলাদা একটি সক্রিয় প্রতিরক্ষা নীতি তৈরি করা হয়েছে” বলতে শোনা যায়। এছাড়াও জনসভায় আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন সম্পর্কে কথা বলতে গিয়ে এই রাজ্যে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী হয়ে বলেন “আমরা ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পরে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার সাথে বাংলায় পরবর্তী সরকার গঠন করব।”

About Author