ক্ষমতায় এলে মৎস্যজীবীদের অ্যাকাউন্টে প্রতি মাসে ৬ হাজার, নামখানায় প্রতিশ্রুতির পাহাড় শাহের

একুশে নির্বাচনের আগে আজ ফের রাজ্যে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। তবে এটা প্রথমবার এমন নয়। নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে বারংবার বাংলা সফল করতে দেখা যাচ্ছে তাকে। তিনি…

Avatar

একুশে নির্বাচনের আগে আজ ফের রাজ্যে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। তবে এটা প্রথমবার এমন নয়। নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে বারংবার বাংলা সফল করতে দেখা যাচ্ছে তাকে। তিনি কখনোই সে রাজ্যে কৃষক সম্মান নিধি চালু করার প্রতিশ্রুতি দিচ্ছেন বা কখনো আয়ুষ্মান ভারত কার্যকর করার কথা বলছেন। এছাড়াও বিজেপি রাজ্য জয়লাভ করলে বেকার যুবকদের কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছে। তবে আজ অর্থাৎ বৃহস্পতিবার নামখানা থেকে পরিবর্তন যাত্রার সূচনার আগে বাংলার মৎস্যজীবীদের জন্য বড় ঘোষণা করলেন অমিত শাহ। আসলে বারংবার বাংলা সফরে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিশ্রুতির বন্যা বইয়ে দিয়েছে।

আজ অর্থাৎ বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রতিশ্রুতি দিয়েছেন যে বিজেপি ক্ষমতায় এলে কৃষকদের মতোই মৎস্যজীবীদের অ্যাকাউন্টে ৬ হাজার টাকা করে দেওয়া হবে। বাংলায় মোট ৪ লাখ মৎস্যজীবী এই সুবিধার আওতায় আসবে বলে তিনি এদিন হিসাব দিয়েছেন। প্রকল্পের নাম দিয়েছেন মৎস্যজীবী সম্মান প্রকল্প। এছাড়াও মাছের বিক্রি বাড়ানোর জন্য আলাদা মন্ত্রক তৈরি করা হবে বলে তিনি জানিয়েছেন। আসলে আজ নামখানায় গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বিশেষ করে প্রান্তিক বর্গের মৎস্যজীবী বা জলের উপর নির্ভর করে যারা জীবন জীবিকা নির্বাহ করে তাদের নিজেদের দিকে টেনে আনতে চেষ্টা করেছেন।

মৎস্যজীবী ছাড়াও এই অঞ্চলের সাধারণ মানুষের কর্মসংস্থানের জন্য সি ফুড প্রসেসিং হাব তৈরি করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। সেখানকার বিখ্যাত গঙ্গাসাগর মেলাকে আন্তর্জাতিক পরিচিতি দেওয়ার দাবি করেছেন তিনি। আজ বৃহস্পতিবার অমিত শাহ নামখানা নারায়নপুর গ্রামে গিয়েছিলেন। সেখানে বিশেষ করে মৎস্যজীবী পেশাদারদের বাস। সেখানেই মাছ বিক্রেতা সুব্রত বিশ্বাসের বাড়িতে তিনি আজ মধ্যাহ্নভোজন করেছেন। আসলে এই দক্ষিণবঙ্গ তৃণমূল কংগ্রেসের জন্য শক্ত ঘাঁটি। এখানে শাসকদলের ভিত নাড়িয়ে দিতে অমিত শাহ আজ একের পর এক প্রতিশ্রুতি দিয়েছেন। এরপর নির্বাচনে এই প্রতিশ্রুতি আদেও মাস্টারস্ট্রোক হতে পারে নাকি, সেটাই দেখার।