দিন কয়েক আগে রাজ্য সফরে এসেছিলেন। এবার আবারো রাজ্যে আসতে চলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। খবর অনুযায়ী, চলতি মাসে দুই দিনের জন্য রাজ্য শহরে আসতে চলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তবে এর আগে এসেছিলেন ভোট ঘোষণার আগে। আর এবারে আসবেন ভোটের নির্ঘণ্ট ঘোষণার পর। অর্থাৎ, এই মাসে ভোটের ঘোষণার পরে প্রথমবারের জন্য রাজ্যে আসতে চলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সূত্রের খবর, ১৩ এবং ১৪ তারিখ বাংলায় আসছেন অমিত। তাই প্রস্তুতি তুঙ্গে বিজেপি শিবিরে।
শনি এবং রবিবার রাজ্যে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর ব্রিগেড সমাবেশের দিন ঘোষণা করে দেওয়া হয়েছিল আর কিছুদিনের মধ্যেই রাজ্যে আসবেন অমিত। সেই অনুযায়ী ব্রিগেড সমাবেশের পর পর অমিত শাহের বাংলা সফরের তারিখ পিছিয়ে দেওয়া হয়েছিল। মোদির সমাবেশ মিটে গিয়েছে, আর এবারে অমিত শাহ এর পালা।
ইতিমধ্যেই অমিত শাহের কর্মসূচির নতুন তারিখ নির্ধারিত হয়ে গিয়েছে। বিজেপি এবার টার্গেট নিয়েছে, ২০২১ বিধানসভা নির্বাচনে বাংলা জয় মূল লক্ষ্য। আর সেই উদ্দেশ্যে ঝাঁপিয়ে পড়েছেন বিজেপির কেন্দ্রীয় নেতারা। বারংবার রাজ্য সফরে আসছেন বিজেপির সর্বভারতীয় নেতারা। রাজ্যে আসছেন অমিত শাহ, জেপি নাড্ডা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং আরো অনেকে।
সম্প্রতি পশ্চিমবঙ্গের এসে ঘুরে গেলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং উত্তরপ্রদেশের প্রধানমন্ত্রী যোগী আদিত্যনাথ। অন্যদিকে বাংলার বিজেপি নেতারাও কিছু কম যাচ্ছেন না। একের পরে এক জনসভা করে কর্মী-সমর্থকদের ভোকাল টনিক দিচ্ছেন দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারীরা। ২১ সালে বাংলা বিজয় মূল লক্ষ্য, আর সেই জন্য এবারে এককাট্টা বিজেপির কেন্দ্রীয় এবং রাজ্য নেতারা