নয়াদিল্লিঃ বাঙ্গালীদের মন জিততে এবার বাংলা ভাষার শরণ করলেন কেন্দ্র। এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মহালয়ায় দেবীপক্ষের সূচনায় “বাঙালি ভাইবোনদের” বাংলায় ট্যুইট করে শুভেচ্ছা জানালেন৷ সকালে ট্যুইটে অমিত শাহ লেখেন, “শুভ মহালয়ার প্রীতি ,শুভেচ্ছা আর অভিনন্দন জানাই আমার সারা বিশ্বের সকল বাঙালি ভাই-বোনদের। মা দুর্গার আশীর্বাদে সকলের জীবন হোক সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধিতে পরিপূর্ণ”।
প্রসঙ্গত, সামনেই একুশের আসন্ন নির্বাচন। যেখানে বাংলার আসন পেতে প্রথম থেকেই মরিয়া হয়ে আছে বিজেপি। এই নিয়ে আকাধিকবার মিটিং মিছিলে তার আভাসও দিয়ে রেখেছেন। তবে তার পূর্ণ আভাস মিলেছে প্রত্যেকটা উৎসবেই। যেমন এর আগে পয়লা বৈশাখে বাংলায় ট্যুইট করে শুভেচ্ছা বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷
আর এবার তাদের নজর ছিলো বাঙালির অন্যতম উতসব আসন্ন দুর্গাপুজো। তার করা ট্যুইটের ব্যাখাও দিয়েছেন অনেকেই৷ তারা জানিয়েছেন এর সঙ্গে ভোটের রাজনীতির কোনও সম্পর্ক নেই। তাদের মতে অমিত শাহ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি দলের সভাপতিও ছিলেন। সমস্ত ভাষাকেই তিনি সমানভাবে শ্রদ্ধা করেন।