নিউজপলিটিক্স

অমিত শাহের সভায় বিঘ্ন ঘটাতে উদ্যোগ নিলে ফল ভালো হবে না : রাহুল সিনহা

Advertisement

২০২১ এ বিধানসভা নির্বাচনের আগে পুরসভার ভোট, বাংলায় যেভাবেই হোক ক্ষমতায় ফিরতে চায় বিজেপি। তাই পুরভোটে বাংলায় জাতে ভরাডুবি না হয় তাই মহারাষ্ট্র, ঝাড়খণ্ড এমনকি রাজধানীতেও ভরাডুবি হওয়ার পর এবার বাংলায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আসছেন কলকাতায়।

আগামী ১ লা মার্চ কলকাতায় আসছেন তিনি। আর তার আগমনের কারণে সেজে উঠছে শহীদ মিনার চত্বর।রাজ্য বিজেপির নেতা-মন্ত্রী ও কর্মী সমর্থকেরা জোর কদমে প্রস্তুতি নিচ্ছেন। শহীদ মিনারের সমাবেশের বিষয়ে দলের কার্যকর্তারা বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালাচ্ছেন। সাধারণ মানুষকে তাঁদের পাশে দাঁড়ানোর আহ্বান দেওয়া হচ্ছে। শনিবার সাংবাদিকদের সামনে বক্তব্য রাখেন বিজেপির জাতীয় সচিব রাহুল সিনহা। তিনি বলেন রবিবার শহীদ মিনার চত্বরে লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে বলে আশা করছেন তিনি।

আরও পড়ুন : বিশ্ব জুড়ে করোনা ভাইরাসের থাবা, ৩০০০ ছাড়ালো মৃতের সংখ্যা

শনিবার রাতের মধ্যেই সম্পূর্ণভাবে সভার জন্য তৈরি হয়ে যাবে শহীদ মিনার মাঠ। লোক উপচে পড়বে, লক্ষাধিক মানুষের আগমন হবে। তবে মাঠের ভিতরে সকলে ঢুকতে পারবে না। তিনি আরও বলেন বর্তমানে রাজ্যে কোণঠাসা দল সিপিএম ও কংগ্রেস লড়াই করার ক্ষমতা হারিয়ে শুধুমাত্র লাইমলাইটে থাকার জন্যই ব্যাঘাত ঘটাতে পারে, তবে রাজ্যের বাম-কংগ্রেস কোনোরকম ব্যাঘাত ঘটালে বিজেপিও চুপ করে থাকবে না বলে এবং তার ফল ভালো হবে না সেকথা স্পষ্ট জানিয়ে দিয়েছেন রাহুল সিনহা ।

Related Articles

Back to top button