বলিউডের শাহেনশা তিনি। সেই শুরুর সময় থাকে এখনো পর্যন্ত নিজের রাজত্ব কায়েম রেখেছেন গোটা ইন্ডাস্ট্রির মঞ্চে। বচ্চন পরিবারের উপর মিডিয়ার নজর টিকে রয়েছে সর্বক্ষণ। তাদের সম্পর্কে যেকোন খবরই নজর কাড়ে সাধারণের। ৮০ বছর বয়সেও অভিনেতা নিজের জনপ্রিয়তা বজায় রেখেছেন। তার সম্পর্কিত যেকোন খবরই সাধারণ মানুষ আগ্রহের সাথে পড়ে থাকেন। তবে সম্প্রতি বলিউডের বিগবির পাশাপাশি চর্চায় তার পুত্রবধূ ঐশ্বর্য রাই বচ্চনও।
নব্বইয়ের দশকের সুন্দরী অভিনেত্রীদের মধ্যে অন্যতম ঐশ্বর্য রাই বচ্চন। তার নামের সাথে যুক্ত রয়েছে বিশ্বসুন্দরীর তকমাও। মিডিয়াতে কোনো না কোনো কারণে চর্চায় থাকেন এই অভিনেত্রী। একটা সময় একাধিক হিট ছবি উপহার দিয়েছেন নিজের দর্শকদের। বর্তমানে বড়পর্দা থাকে বেশ কিছুটা দূরে থাকলেও নিজের দাপট আগের মতোই বজায় রেখেছেন তিনি, তা নিয়ে কোন সন্দেহই নেই। পর্দায় অভিনেত্রীকে এখনো একঝলক দেখার জন্য অপেক্ষায় থাকেন তার অগণিত ভক্তমহল।

তবে এই মুহূর্তে অভিনেত্রী ও সকলের প্রিয় বিগবি একটি পুরোনো ঘটনার সূত্র ধরে চর্চায় উঠে এসেছেন। সম্প্রতি ২০১৫ সালের একটি ভাইরাল হওয়া ভিডিওর সূত্র ধরেই এই মুহূর্তে চর্চিত এই দুই তারকা। ভাইরাল হওয়া ভিডিওতে এক পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের ঝলক দেখে গিয়েছে। আর এই পুরষ্কার বিতরণী অনুষ্ঠানেই বিগবির পুরষ্কার পাওয়ার সময় করে ওঠেন অভিনেত্রী। ‘উনিই সেরা’ বলে তার গানে চুম্বন করেছিলেন। খুব স্বাভাবিকভাবেই অভিনেত্রীর এই আচরণে অপ্রস্তুতিতে পড়ে গিয়েছিলেন বচ্চন সাহেব। তৎক্ষণাৎ অভিনেত্রীকে আরাধ্যার মতো আচরণ করতে বারণ করেন অভিনেতা। এর সূত্র ধরে অভিনেত্রী বলেন, সকলেই সবটা জানে। এরপর আবারো জড়িয়ে ধরেন অভিনেতাকে। উল্লেখ্য, বরাবরই অমিতাভ বচ্চনের কাজ নিয়ে মুগ্ধ অভিনেত্রী। পাশাপাশি ছেলে অভিষেক বচ্চনও বহুবার জানিয়েছেন, তার বাবার যে বিপুল গৌরব রয়েছে তা কোনদিনই কেউ কেড়ে নিতে পারবে না। উল্লেখ্য, বিগবির সাথে একাধিকবার বড়পর্দাতেও দেখা দিয়েছেন তিনি। ‘মহাব্বাতে’, ‘বান্টি অর বাবলি’র মতো ছবিতে অমিতাভ বচ্চনের সাথে স্ক্রিন শেয়ার করেছেন অভিনেত্রী। ‘উঁচাই’ ছবিতেই শেষ দেখা গিয়েছিল বিগবিকে। তার আসন্ন কাজ ‘গোপীনাথ’ এবং ‘প্রজেক্ট কে’। অপেক্ষায় অগণিত দর্শকমহল।








Spice Girls Reunite to Celebrate Emma Bunton’s 50th Birthday in the English Countryside