Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

দিঘার দিকেই এগিয়ে আসছে ‘আমফান’, উপকূলবর্তী এলাকায় মোতায়েন করা হল SDRF, NDRF

Updated :  Monday, May 18, 2020 5:40 PM

ক্রমেই নিজেকে শক্তিশালী করে স্থলভাগের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় আমফান। পশ্চিমবঙ্গের উপকূল অঞ্চলে আছড়ে পড়ার আগেই তা ঘূর্ণিঝড়ের রূপ নেবে। ‘আমফান’-এর গতিবেগ হতে পারে ঘন্টায় ১৫৫ থেকে ১৬৫ কিলোমিটার। তবে এই ঘূর্ণিঝড়ের গতিমুখ নিয়ে ভারতীয় মৌসম ভবনের তরফ থেকে স্পষ্টভাবে কিছু না বলা হলেও গতিপথ দেখে অনুমান করা হচ্ছে দিঘার উপকূলবর্তী এলাকার দিকেই এগিয়ে আসছে ‘আমফান।’

মৌসম ভবন জানিয়েছে, ঘূর্ণিঝড় ‘আমফান’ ক্রমশ উত্তর-উত্তর পশ্চিম দিকে এগিয়ে আসছে। যার ফলে দক্ষিণ ২৪ পরগণার উপকূলবর্তী অঞ্চলে ৯টি বিপর্যয় মোকাবিলা দলকে নিযুক্ত করা হয়েছে। সোমবার দুপুর ২ টো ৩০ মিনিটের পর থেকে ধীরে ধীরে নিজের শক্তি বৃদ্ধি করছে এই ঘূর্ণিঝড়। যা আগামী ১২ ঘন্টায় আরও শক্তিশালী হয়ে উঠবে।

হাওয়া অফিস জানাচ্ছে, বুধবার রাতে দিঘা ও হলদিয়ায় আছড়ে পড়তে পারে। জেলা প্রশাসনের তরফে জানান হয়েছে, ক্যানিং ও কাকদ্বীপ মহকুমা অঞ্চলে ৪ টি SDRF দল ও ৫ টি NDRF দলকে নিযুক্ত করা হয়েছে। কাকদ্বীপ, সাগর, পাথরপ্রতিমা, নামখানা, গোসাবাতে ৫ টি NDRF দলকে নিযুক্ত করা হয়েছে। অন্যদিকে জি-প্লট, মলখালি দ্বীপ, মৌসুনিতে ৪টি SDRF দল মোতায়েন করা হয়েছে।