ক্রমেই শক্তি বাড়িয়ে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় আমফান। আগামী ২৪ ঘন্টার মধ্যেই আছড়ে পড়তে পারে। আবহাওয়া অফিসের তরফ থেকে জানা গিয়েছে যে ১৭ তারিখ থেকে উত্তর ও উত্তর পশ্চিম দিকে এগিয়ে এসে তারপর পশ্চিমে বঙ্গোপসাগর অর্থাৎ পশ্চিমবঙ্গের উপকূলের দিকে আছড়ে পড়বে। এই পরিস্থিতিতে উপকূলরক্ষী বাহিনীকে নামানো হয়েছে। এএনআই সংবাদ সূত্রে খবর, পশ্চিমবঙ্গ ও ওড়িশার প্রশাসনের সাথে মিলে কাজ করবে এই উপকূলবাহিনী।
সমুদ্র্রে মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে। এর সাথে গভীর সমুদ্রে কোনো মৎস্যজীবী আছেন কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। সমুদ্রে মাইকিং করা হচ্ছে। শুধুমাত্র বাংলা নয়, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ সব উপকূলেই এই সতর্কতা জারি করা হয়েছে। সূত্রের খবর অনুযায়ী নৌবাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে। যাতে সাইক্লোনের পর দ্রুত উদ্ধার কাজ চালানো যায়।
মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্টের খবর অনুযায়ী, দিঘা থেকে এর অবস্থান ১২২০ কিলোমিটার দূরে। খুব ভালো রকম শক্তি নিয়েই এগিয়ে আসছে আমফান। শনিবার থেকে ক্রমেই এর শক্তি বাড়বে। তারপর ধীরে ধীরে আরও শক্তি বাড়িয়ে প্রবল ঘূর্ণিঝড়ের আকার নেবে।