ইতিমধ্যে বঙ্গোপসাগরে এসে পৌঁছেছে ঘূর্ণিঝড় আমফান। সোমবার সকাল নাগাদ একথা জানিয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর। এদিন ভোররাত থেকে বঙ্গোপসাগরের মধ্যভাগে অবস্থান করছে ঘূর্ণিঝড়টি এমনই জানিয়েছে দিল্লির মৌসম ভবন। শেষ পাওয়া খবর অনুসারে, আমফান ঘূর্ণিঝড়টি পারাদ্বীপ বন্দর থেকে মাত্র ৮৭০ কিমি দূরে অবস্থান করছে। কয়েক ঘন্টার তা তীব্র আকার ধারণ করে ধেয়ে আসতে চলেছে।
আমফানের মোকাবিলায় ইতিমধ্যে তৎপর হয়েছে রাজ্য প্রশাসন। উপকূলীয় অংশের সুন্দরবন এলাকায় জোরদার প্রস্তুতি নেওয়া হচ্ছে। সুন্দরবন এলাকার বিভিন্ন বিধায়কদের তৎপর থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে সুন্দরবন উন্নয়ন দফতরের মন্ত্রী মন্টুরাম পাখিরার নেতৃত্বে এলাকার বিভিন্ন বিধায়ক, ব্লক উন্নয়ন আধিকারিক ও পুলিশের পদস্থ কর্তাদের নিয়ে বৈঠক করা হয়েছে। আমফানের মোকাবিলায় যাতে কোন ফাঁকফোকর না থাকে তা নিয়ে তৎপর রয়েছে নবান্নও। নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে উপকূলবর্তী জেলা প্রশাসনের সঙ্গে।
উত্তর ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে কড়া সতর্কতা জারি করা হয়েছে। ঘূর্ণিঝড় মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি সেরে রাখতে নিয়মিত নির্দেশ দিচ্ছে নবান্ন। সতর্ক করা হয়েছে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ, সাগর, পাথরপ্রতিমা, নামখানা, ফ্রেজারগঞ্জ, বকখালি, রায়দিঘি সহ বেশ কিছু এলাকার বাসিন্দাদেরও। দুর্যোগ মোকাবিলায় সদা তৎপর থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে ফ্লাড সেন্টার গুলোতে স্থানীয় বাসিন্দাদের সরানোর প্রক্রিয়া শুরু করা হয়েছে। পূর্ব মেদিনীপুরের দীঘা সহ উপকূলীয় এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। জাতীয় বিপর্যয় মোকাবিলা দলগুলিতে প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।














Spice Girls Reunite to Celebrate Emma Bunton’s 50th Birthday in the English Countryside