Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Bhojpuri Video: বন্ধ ঘরে হানিমুন উদযাপন আম্রপালি ও নিরাহুয়ার, ভক্তরা পাগল রোমান্স দেখে

Updated :  Monday, June 10, 2024 7:19 PM

ভোজপুরি সিনেমা জগতের সুপারস্টার দীনেশ লাল যাদব ওরফে নিরাহুয়ার সিনেমা অথবা ভিডিও ইউটিউবে আসামাত্রই একেবারে জনপ্রিয়তার শিখরে পৌঁছে যায় মুহূর্তের মধ্যেই। শুধুমাত্র তার নতুন গান নয়, তার একাধিক পুরনো গানও সোশ্যাল মিডিয়াতে অত্যন্ত জনপ্রিয় হয়ে থাকে। তিনি ভোজপুরি সিনেমা জগতের এমন একজন তারকা যার নামেই সিনেমা সুপারহিট হয়ে যায়। তার মত তারকা ভোজপুরি সিনেমার জন্য অত্যন্ত লাভকারী কারণ তার জনপ্রিয়তার উপরে ভর করেই ভোজপুরি সিনেমা অন্য মাত্রায় পৌঁছেছে। তিনি ইতিমধ্যেই এমন কিছু ছবিতে অভিনয় করেছেন, যে সমস্ত ছবি ভোজপুরি দর্শকদের মধ্যে অত্যন্ত জনপ্রিয়। বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, ছত্তিশগড়ের মত রাজ্যে দীনেশ লাল যাদবের ছবি এসেছে মানেই সুপারহিট।

তার সঙ্গে আম্রপালি দুবের কেমিস্ট্রি যেনো যেকোনো ভোজপুরি সিনেমায় একেবারে চার চাঁদ লাগিয়ে দেয়। এই রোম্যান্টিক জুটির মুভি তালিকায় এমন কোনো সিনেমা নেই যেটা ফ্লপ হয়েছে মার্কেটে। এখন ভোজপুরি সিনেমা জগতে একাধিক অভিনেত্রীরা অভিনয় করলেও দীনেশ লাল যাদবের সঙ্গে আম্রপালি দুবের মত জুটি এখনো ভোজপুরি সিনেমা জগতে একটাও তৈরি হয়নি। তাদের ছবি যেকোনো সিনেমা হলেই দারুন জনপ্রিয়তা নিয়ে চলে প্রায় বেশ কয়েক মাস ধরে।

সম্প্রতি তাদের দুজনের একটি নতুন গানের ভিডিও সোশ্যাল মিডিয়াতে বেশ দারুণ জনপ্রিয়তা পেতে শুরু করেছে। এই গানের ভিডিওতে আম্রপালি দুবে এবং নিরাহুয়ার চরম রোম্যান্স সকলে বেশ পছন্দ করেছেন। নিরহুয়া এবং আম্রপালি দুবের ‘রাজা ডোলি লেকে আজা’ গানটি বর্তমানে ইউটিউবে ট্রেন্ড করছে। এই গানটি এখন পর্যন্ত ২,৪০,০৬২ বারের বেশি দেখা হয়েছে। এই গানটি নিরহুয়া এবং প্রিয়াঙ্কা সিং একসঙ্গে গেয়েছেন। সঙ্গেই গানটির কথা দিয়েছেন প্যারে লাল যাদব ও কবি জি। জলাশয়ের মধ্যে আম্রপালি ও নিরাহুয়ার এই রোম্যান্স আপনার পছন্দ হবেই। আপনি যদি এখনো এই গানটি না দেখে থাকেন তাহলে দেখে নিন এক্ষুনি।