Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Bhojpuri Video: নিরহুয়া-আম্রপালির ভিডিও ঘিরে হৈচৈ, ভক্তরা বারবার পজ করে দেখছেন এমন দৃশ্য

Updated :  Saturday, September 13, 2025 6:47 PM
bhojpuri video

ভোজপুরি ইন্ডাস্ট্রির সবচেয়ে জনপ্রিয় জুটির কথা উঠলে প্রথমেই আসে আম্রপালী দুবে ও দিনেশ লাল যাদব নিরাহুয়ার নাম। এই দুই তারকার আলাদা আলাদা ভিডিও যেমন ভক্তদের কাছে বিপুল জনপ্রিয়, তেমনই একসঙ্গে আসলে তাঁদের রসায়ন যেন এন্টারটেইনমেন্টকে আরও চারগুণ বাড়িয়ে তোলে। তাই নতুন ভিডিওর সঙ্গে পুরোনো ভিডিওও বারবার ভাইরাল হতে দেখা যায়।

ভিডিওতে কী রয়েছে?

সম্প্রতি তাঁদের একটি পুরনো সুহাগরাত ভিডিও ফের আলোচনার কেন্দ্রে এসেছে। ভিডিওটিতে দেখা যায়, আম্রপালী দুবে কমলা ও সবুজ রঙের শাড়ি পরে সুহাগরাতের সেজে বসে নিরাহুয়ার অপেক্ষায় রয়েছেন। নিরাহুয়া প্রবেশ করতেই শুরু হয় দারুণ নাচ। দু’জনকে একে অপরের সঙ্গে এমনভাবে মেতে উঠতে দেখা যায় যে, ভক্তরা ভিডিওটি বারবার দেখতে বাধ্য হচ্ছেন।

গান ও জনপ্রিয়তা

ভিডিওটি ভোজপুরি জনপ্রিয় গান ‘জওয়াই ભઈલ আগ’–এর উপর ভিত্তি করে তৈরি। গানটির তালে নিরাহুয়া ও আম্রপালীর রসায়ন ভক্তদের মুগ্ধ করেছে। ভিউয়াররা সোশ্যাল মিডিয়ায় তাঁদের প্রশংসায় পঞ্চমুখ।

কতটা ভাইরাল হলো ভিডিওটি?

এই ভিডিওটি মূলত ২০২২ সালে ইউটিউবে আপলোড করা হয়েছিল। তখন থেকেই এটি জনপ্রিয়তা পেয়েছিল। বর্তমানে ভিডিওটির ভিউ সংখ্যা ৭ লক্ষেরও বেশি ছাড়িয়েছে। প্রতিদিনই বাড়ছে কমেন্ট ও লাইক। অনেক ভক্ত লিখেছেন— “দু’জনে সত্যিই আগুন ধরিয়ে দিলেন।” আবার কেউ কেউ বলেছেন— “তোমরা যখন একসঙ্গে আসো, তখন সোশ্যাল মিডিয়ায় ঝড় বয়ে যায়।”

পুরনো হলেও জনপ্রিয়

ভক্তদের মতে, নতুন ভিডিও প্রকাশ পেলেও পুরনো ভিডিওগুলিও তাঁদের মনে সমান জায়গা করে নেয়। বিশেষ করে আম্রপালী–নিরাহুয়া জুটির ভিডিওতে থাকে আলাদা আকর্ষণ। তাই এই ভিডিওটিও এখন ফের ভাইরাল হয়ে ইন্টারনেটে ট্রেন্ডিং তালিকায় উঠে এসেছে।