Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

VIDEO: মদের নেশায় নিরাহুয়ার ঠোঁটে ঠোঁট রেখে রোমান্সে ডুবলেন আম্রপালি, ৩৫ লাখ মানুষ দেখলেন ভাইরাল ভিডিও

Updated :  Tuesday, September 13, 2022 9:50 AM

বলিউডের পাশাপাশি আজকাল ব্যাপক জনপ্রিয়তা পাচ্ছে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রি। বিভিন্ন ভোজপুরি সিনেমার গানের ভিডিও বা ডায়লগ মাঝে মাঝে সুপারহিট হয়ে যায় সোশ্যাল মিডিয়ার দুনিয়াতে। বিশেষ করে ইউটিউবের ট্রেন্ডিং তালিকায় দেখা যায় বিভিন্ন ভোজপুরি সিনেমার গান বা ভিডিও। ভারতের মধ্যে ভোজপুরি ইন্ডাস্ট্রি নতুন করে নিজেদের অস্তিত্ব জানান দিচ্ছে। বেশ কয়েকজন তারকাদের অভিনয় দক্ষতা ভোজপুরি ইন্ডাস্ট্রিকে যেন নতুনভাবে উজ্জীবিত করে তুলেছে।

ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির কথা বললে যার কথা অবশ্যই উঠে আসে, তিনি হলেন নিরাহুয়া। আসল নাম দীনেশ লাল যাদব। মোটামুটি যারা ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির ফ্যান তাঁরা দীনেশ লাল যাদবের নাম অবশ্যই শুনেছেন। এই অভিনেতার ফ্যান ফলোইং কোনো বলিউড অভিনেতার থেকে কম নয়। ভোজপুরি অনুরাগীরা অধীর আগ্রহে অপেক্ষা করে কবে তাদের প্রিয় তারকার সিনেমা বা গান রিলিজ করবে। অন্যদিকে অভিনেত্রীদের মধ্যে ভোজপুরি ইন্ডাস্ট্রিতে বেশ জনপ্রিয় আম্রপালি দুবে। নিরাহুয়া এবং আম্রপালি জুটির প্রত্যেকটি গান সুপারহিট হয় ইউটিউব দুনিয়াতে। আজকের এই প্রতিবেদনে এমনই এক মিউজিক ভিডিও সম্বন্ধে আপনাদের জানাবো।

সম্প্রতি এই নিরাহুয়া এবং আম্রপালি জুটির একটি গান ইন্টারনেট দুনিয়াতে ব্যাপক ভাইরাল হচ্ছে। গানটির নাম ‘ওথোয়া সে ওথ কে মিলাপ’। আম্রপালি এবং নিরাহুয়া জুটির রগরগে রোমান্স গানটিকে জনপ্রিয় করে তুলেছে। গানটির মধ্যে অভিনেত্রীর সিডিউসিং মনোভাব পছন্দ হয়েছে লাখ লাখ নেটিজেনের। এছাড়াও কয়েকটি বেড সিন দেখে ঘুম উড়েছে অনেকের। মদের নেশায় অভিনেত্রী আম্রপালি নিরাহুয়ার সাথে রোমান্স করেছেন। স্বভাবতই গানটি মুহূর্তের মধ্যে ইউটিউবে ব্যাপক ভাইরাল হয়ে গেছে।

টিজার প্রকাশের সময় থেকেই এই ভোজপুরি গানটি লঞ্চের জন্য উৎসুক ছিল অনুরাগীরা। বলাবাহুল্য গানটি রিলিজ করতেই নেটিজেনরা তাতে লাইক ও কমেন্ট এর বন্যা বইয়ে দেয়। এখন অব্দি ইউটিউবে এই ভিডিওটি ৩৪ লাখের বেশি মানুষ দেখেছেন। এছাড়া প্রচুর মানুষ ভিডিওটিতে লাইক দিয়েছেন এবং অনেকেই শেয়ার করেছেন। আপনি যদি ভিডিওটি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নিন।