Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Bhojpuri: আম্রপালির সাহসিকতা দেখে নেশাগ্রস্ত হয়ে পড়লেন নিরহুয়া, দেখুন ভাইরাল ভিডিও

Updated :  Saturday, April 20, 2024 9:42 AM

দিনের পর দিন বেড়েই চলেছে ভোজপুরি সিনেমার ক্রেজ। সিনেমা হোক কিংবা রোমান্টিক গান, ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রি আজ ভক্তদের মনোবাসনা পূর্ণ করছে প্রতি মুহূর্তে। যেখানে এক দশক আগে বিনোদন মানেই ছিল বলিউডের আধিপত্য, সেখানে আজকের দিনে বিনোদন জগতে নতুন মাত্রা যুক্ত করেছে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রি। বিয়ে বাড়ি হোক কিংবা অন্নপ্রাশন, সর্বত্রই দাপটের সঙ্গে বাজানো হচ্ছে ভোজপুরি ফিল্মের সুপারহিট গানগুলি। তাছাড়া বিনোদনের জন্য যুবক-যুবতীদের প্রথম পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে ভোজপুরি অ্যালবামের রোমান্টিক গানের ভিডিওগুলি।

সোশ্যাল মিডিয়ায় যখনই ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রি আলোচনায় এসেছে, তখন যে তারকা জুটির নাম সবচেয়ে বেশি আলোচিত হয়েছে তারা হলেন আম্রপালি এবং নিরহুয়া। আপনারা জানলে অবাক হবেন, সুপারস্টার দিনেশ লাল যাদবকে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির শাহরুখ খানও বলা হয়ে থাকে। রোমান্টিক সিনেমার জন্য নিজের আলাদা পরিচয় তৈরি করেছেন এই অভিনেতা।

অন্যদিকে, অ্যাকশন হিরো নামে নিজের পরিচিতি তৈরি করেছেন অভিনেতা খেসারি লাল যাদব। তার অভিনীত সিনেমাগুলি মুহূর্তের মধ্যে বক্স অফিসে আলোড়ন সৃষ্টি করে। বিশেষ করে যে সিনেমায় ভোজপুরি অভিনেত্রী আম্রপালির রসালো রোমান্স রয়েছে, সেই সিনেমা গুলি মুহূর্তের মধ্যে কোটি কোটি ভিউস অর্জন করে নেয়।

বর্তমানে এই তিন সুপারস্টারের একটি রোমান্টিক গানের ভিডিও রীতিমতো ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল হওয়া এই তিন সুপারস্টারের এই গানটি সুপারহিট ভোজপুরি ছবি ‘দুধ কা কার্জ’-এর। ভিডিওটিতে দেখা যাচ্ছে, ‘চোখা লাগে সামান’ গানে সুপারস্টার খেসারি লাল যাদব এবং দিনেশ লাল যাদব নিরহুয়া একসাথে রোমান্স করছেন অভিনেত্রী আম্রপালির সাথে। দেখুন ভাইরাল ভিডিওটি-