Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

সন্তানের প্রথম ছবি প্রকাশ্যে আনলেন অমৃতা এবং আনমোল

Updated :  Thursday, March 18, 2021 3:53 PM

গত নভেম্বর মাসে জন্য দিয়েছিলেন নিজের পুত্র সন্তানের। তার পর নিজের পুত্রের নাম সবার সামনে আনলেও এখনো পর্যন্ত সেই সন্তানের ছবি করার কাছে প্রকাশ্যে আসেনি। তবে এবারে আর লুকো ছাপা রাখলেন না আর জে আনমোল এবং বলিউড ডিভা অমৃতা রাও। আপনারা অমৃতা রাও কে সকলেই চেনেন। শাহিদ কাপুর এর সঙ্গে বিবাহ ছবির মাধ্যমে তিনি সকলের নজরে চলে আসেন। ওনার আরো বেশ কিছু ছবি বেশ হিট। তার মধ্যেই অন্যতম হলো জলি এলএলবি। অন্যদিকে আনমোল নিজে একজন জনপ্রিয় আর জে।

বৃহস্পতিবার এই তারকা দম্পতি তাদের প্রথম সন্তানের প্রথম ছবি সবার সামনে আনলেন। এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি আনমোল, অমৃতা এবং তাদের পুত্র বীর কে। বীর তার বাবা এবং মায়ের পাশে শুয়ে আছে। টুইটারে আনমোল নিজের অফিসিয়াল প্রোফাইল থেকে এই ছবি শেয়ার করেছেন। ক্যাপশন দিয়েছেন, “আমাদের পৃথিবী, আমাদের আনন্দ, বীর।”

কিছুদিন আগেই এই দম্পতি তাদের সন্তানের নাম প্রকাশ্যে এনেছিলেন। একটি সাক্ষাৎকারে অমৃতা বলেছিলেন, “আমি এবং আনমোল দুজনেই দেশপ্রেমিক এবং এই কারণে আমাদের সন্তানের নাম আমরা রেখেছি বীর। কারণ এই নামটি আমাদের কাছে বেশ আইকনিক লাগছে। এই নামটি আমাদের প্রথম পছন্দ ছিল।”

এছাড়াও সবথেকে বড় বিষয়টি হলো, এই তারকা দম্পতি তাদের ব্যস্ত শিডিউল থেকে সময় বের করে তাদের সন্তানের জন্য দিয়ে থাকেন। সেই এই সাক্ষাৎকারে অমৃতা বলেছেন, “আমার সমস্ত মিটিং এবং সব কাজ সামলে তারপর বীরের দেখাশোনা করছি এখন। দিনগুলো ছোট হচ্ছে আর রাত গুলো বড়ো। কিন্তু, আপনার বাচ্চা কি চাইছে তা জানার জন্য নিজে হাতে তার যত্ন করা দরকার।”

তবে শুধু বীরের দেখা শোনা করা না, অমৃতা আর কিছুদিনের মধ্যেই ইন্ডাস্ট্রিতে আবারো কামব্যাক করতে চলেছেন নতুন মুভি নিয়ে। ২০০২ সালে তিনি আব কে বরস মুভির মাধ্যমে তার বলিউড ডেবিউ করেছিলেন। তাকে শেষবারের মতো দেখা গেছিলো নওয়াজউদ্দিন সিদ্দিকি অভিনীত ঠাকরে সিনেমায় অভিনয় করতে।