Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

বীরকে স্তন্যপান করাতে ব্যস্ত মা অমৃতা! আদরমাখা পোস্ট স্বামী আর জে আনমোলের

Updated :  Thursday, May 6, 2021 8:39 PM

গত বছর মা হলেন সঞ্জনা ওরফে অমৃতা রাও। “মে হু না” সিনেমার দুষ্টু মিষ্টি টম্ব বয় এখন এক ছেলের মা। গত ১ নভেম্বর অমৃতা রাও ও স্বামী জে আলমোলের সংসারে ফুটফুটে একটি পুত্র সন্তানের জন্ম হয়। মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে অভিনেত্রীর যখন লেবার পেন হয় সেইসময় অভিনেত্রীর যখন অপারেশন হয় তখন স্ত্রীকে একা রাখেননি স্বামী। স্ত্রীর সঙ্গে ওটিতে উপস্থিত ছিলেন স্বামী আর জে আনমোল।

সন্তান প্রসবের পর ছেলে হওয়ার কথা রেডিও জকি জে আনমোলই সোশ্যাল মিডিয়াতে প্রথম পোস্ট করেন। এবং সকল ভক্তদের কাছে নতুন মা-বাবা উভয়ই তাদের শুভেচ্ছা ও আশীর্বাদের জন্য সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। সন্তানকে পেয়ে বেশ খুশি দুজনে এবং পরিবারের সদস্যরা। ছেলে জন্মের পর এই খবর প্রকাশ্যে আসতে সেলিব্রেটি থেকে ফ্যানরা উভয়েই শুভেচ্ছা বার্তা জানিয়েছেন এই জুটিকে। তবে এই সেলিব্রেটি জুটি নিজের ছেলের নাম রেখেছিলেন অনুগামীদের ঠিক করে দেওয়া একটি নাম। ছেলেকে ভালোবেসে ডাকেন বীর।

শেষ বার অমৃতাকে ২০১৯-এ ‘ঠাকরে’ ছবিতে পর্দায় একটি ছোট রোলে দেখা গিয়েছিল। এখন অভিনেত্রী নিজের নতুন মাতৃত্বের স্বাদ উপভোগ করতে বেশ ব্যস্ত। তবে আর জে আনমোল প্রায়শই বীরের সাথে কাটানো নানান মুহূর্ত শেয়ার করে থাকেন। একটি সন্তানের জন্ম এবং সেই সন্তানকে বড় করে তোলার প্রতিটি মুহূর্ত খুব স্পেশাল হয় সকল বাবা মায়ের কাছে। বীরের ক্ষেত্রেও তা অনথা হয়নি। প্রত্যেক সন্তানকে জন্মের ছয়মাস স্তন্যপানে প্রক্রিয়াতে রাখতে হয়। স্তন্যপান করানো একটি সাধারণ ক্রিয়াকলাপ তা অনেকেই প্রমাণ করেছেন।

আমাদের সমাজে প্রকাশ্যে স্তন্যপান করানো নিয়ে অনেক ভ্রান্ত ধারণা আছে। এবার প্রকাশ্যে বীরকে স্তন্যপান করানোর ছবি শেয়ার করে আর জে আনমোল সেই ছুঁৎমার্গ ভাঙার চেষ্টা করলেন। ছবিতে দেখা যাচ্ছে, একরত্তি ছেলেকে কোলে আগলে স্তন্যপান করাচ্ছেন অমৃতা। অভিনেত্রীর পরণে রয়েছে, সাদা টপ আর জিনস আর চুল পনিটেল করে বাঁধা। অমৃতা ক্যামেরার উল্টো দিকে মুখ করে বসে ছেলেকে স্তন্যপান করাচ্ছেন । ক্যাপশনে আনমোল লিখেছেন, ‘অমৃতার বীরকে খাওয়ানো হল আমার কাছে প্রতিদিন সবচেয়ে সুন্দর দৃশ্য। এটি এতটাই বাস্তব, এতটাই যাদুকরী… ঐশ্বরিক!’ তিনি আরও লেখেন, এটা অনেকটাই কঠিন দায়িত্ব। একগাল হাসি নিয়ে দিন-রাত অমৃতা এটা করে। মা-সন্তানের বন্ধনটাই আলাদা হয়। তিনি নিজের স্ত্রী অমৃতাকে এবং পৃথিবীর সকল মাকে স্যালুট জানিয়েছেন। এরপর নেটিজেনরা প্রশংসা জানিয়েছেন। নিমেষে ভাইরাল হয় এই পোস্ট।