কলকাতা: বছরের শুরুতেই ফের দুর্ঘটনার কবলে মা ফ্লাইওভার (Maa Flyover)। গাড়ির ধাক্কায় ফ্লাইওভারের পাঁচিল টপকে নীচে পরে গুরুতর জখম হন বাইক আরোহী (Biker)। পুলিশি সুত্রে জানা গিয়েছে, ওই যুবকের নাম অরিজিৎ মৈত্র (Ariit Maitra)। গুরুতর জখম হয়েছেন তিনি। ওখানকার ট্রাফিক পুলিশ (Trafic Police) আধিকারিকরা ওই যুবককে নিকটবর্তী চিত্তরঞ্জন মেডিক্যাল কলেজ হাসপাতালে (Hospotal) নিয়ে যান। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন আছেন ওই বাইক আরোহী। চিকিৎসকরা জানিয়েছেন, ওই যুবকের জখম যথেষ্ট গুরুতর।
মা উড়ালপুলে ভয়াবহ দুর্ঘটনা, গুরুতর জখম বাইক আরোহী
কলকাতা: বছরের শুরুতেই ফের দুর্ঘটনার কবলে মা ফ্লাইওভার (Maa Flyover)। গাড়ির ধাক্কায় ফ্লাইওভারের পাঁচিল টপকে নীচে পরে গুরুতর জখম হন বাইক আরোহী (Biker)। পুলিশি সুত্রে জানা গিয়েছে, ওই যুবকের নাম…

সুত্রের খবর, আজ, সোমবার ওই ফ্লাইওভারের ওপর দিয়ে পার্ক সার্কাসের দিকে যাচ্ছিলেন ওই যুবক।হাওড়া থেকে সায়েন্সসিটি ঘুরতে এসেছিলেন তাঁরা। রাস্তা ভুল করে চলে আসেন এদিকে। তিলজলার কাছে একটি ফোন আসায় বাইক থামিয়ে ওই উড়ালপুলের পাশে দাঁড়িয়ে ফোনালাপ করছিলেন তিনি। সেই সময় পিছন থেকে একটি চারচাকার গাড়ি দ্রুতগতিতে এসে ধাক্কা দেয় ওই যুবককে এবং ফলস্বরূপ বাইক থেকে ছিটকে ফ্লাইওভারের পাঁচিল টপকে সোজা নিচে পড়ে যান তিনি। তিনি ছাড়াও ওই বাইকে তার সাথে ছিলেন একটি মহিলা। নাম দ্যুতি পাল। ওই মহিলাও গুরুতর জখম হয়েছেন এই ঘটনায়।
স্থানীয় প্রত্যক্ষদর্শীদের মতে হঠাৎ ই বাইকসহ দুজন আরোহীকে ব্রিজ থেকে নীচে উল্টে পরে জেতে দেখেন তারা। ম্থায় হেলমেট থাকায় ওই যুবকের মাথা রক্ষা পেয়েছে তবে হাত ভেঙে গিয়েছে তার এবং তার সহযাত্রী ওই মহিলা পিঠে চোট পেয়েছেন। ইতিমধ্যে দুটি গাড়িকেই বাজেয়াপ্ত করেছে পুলিশ।
আরও পড়ুন