বাঁকুড়া: বাইকের সঙ্গে ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ। মৃত্যু যুবকের। গুরুতর আহত আরও ১ যুবক। বর্তমানে গুরুতর আহত অবস্থায় বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ওই যুবক। আজ, শনিবার (Saturday) দুর্ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার (Bankura) পাত্রসায়রে। ঘাতক ডাম্পারটিকে বাজেয়াপ্ত করেছে পুলিশ (Police)। ডাম্পারের চালক ও খালাসি পলাতক।
জানা গেছে শনিবার বাঁকুড়ার পাত্রসায়রের তালসাগরা গ্রামের ৩ যুবক বাইকে করে জামকুড়ি বাজারের দিকে যাচ্ছিলেন। সেই সময় উল্টো দিক থেকে আসা একটি ডাম্পারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় ওই বাইকটির। ঘটনাস্থলেই মৃত্যু হয় ১ যুবকের। মৃত যুবকের নাম সাগর কেওড়া। গুরুতর আহত হন আরও ১ যুবক। স্থানীয়রাই আহত যুবককে প্রথমে বিষ্ণুপুর হাসপাতালে ভর্তি করেন। তারপর অবস্থার অবনতি হতে তাঁকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
এদিকে এই ঘটনার প্রতিবাদে ক্ষিপ্ত হয়ে ওঠেন এলাকাবাসী। অতিরিক্ত গতির কারণেই এই দুর্ঘটনা বলে দাবি তাঁদের। এলাকায় যান নিয়ন্ত্রণ ও ক্ষতিপূরণের দাবিতে মৃতদেহ আটকে রেখে বিক্ষোভ – অবরোধ শুরু করেন স্থানীয়রা। অবরোধের জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। অবরোধে আটকে পড়া মানুষদের অভিযোগ, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তেমন কোনও সক্রিয়তা দেখা যায়নি পুলিশের মধ্যে। তবে ঘাতক ডাম্পারটিকে আটক করেছে পুলিশ। যদিও ডম্পারের চালক ও খালাসি পলাতক। গোটা বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ।