Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

মানবিক মুখ মমতার, পদযাত্রা থামিয়ে করে দিলেন অ্যাম্বুলেন্সের রাস্তা

Updated :  Friday, January 10, 2020 10:18 AM

নিজের পথসভা চালু রেখে অ্যাম্বুলেন্সকে রাস্তা না ছাড়ার জন্য কিছুদিন আগে সমালোচিত হয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। শেষে দিলীপ ঘোষের হুমকির মুখে পড়ে রাস্তা পাল্টে ঘুর পথে হাসপাতালে যায় অ্যাম্বুলেন্সটি। এই ঘটনায় সমালোচনার পাশাপাশি দিলীপ ঘোষের বিরুদ্ধে মামলাও দায়ের হয়। তবে সেই ভুল করলেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মানবিকতার নজির গড়ে পদযাত্রা থামিয়ে অ্যাম্বুলেন্সের জন্য পথ করে দিলেন মুখ্যমন্ত্রী স্বয়ং। মুখ্যমন্ত্রীর এমন ভূমিকার প্রশংসায় পঞ্চমুখ বাংলার সাধারণ মানুষ।

নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে একের পর এক পথযাত্রা করে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার উত্তর চব্বিশ পরগণা জেলা তৃণমূলের ডাকে এক পদযাত্রায় বারাসাতে উপস্থিত ছিলেন তিনি। সেখানেই পদযাত্রা চলাকালীন একটি অ্যাম্বুলেন্স চলে আসে রাস্তায়। ভিড়ে ঠাসা পদযাত্রার মাঝে অ্যাম্বুলেন্সটি আটকে পড়ার উপক্রম হতেই এগিয়ে আসেন মুখ্যমন্ত্রী। ভিড় সরিয়ে অ্যাম্বুলেন্সের যাওয়ার পথ করে দেন তিনি। অ্যাম্বুলেন্সটি না চলে যাওয়া পর্যন্ত থামিয়ে দেন পদযাত্রাও।

আরও পড়ুন : বাংলায় CAA হবেই, দরকার পড়লে আমরা অনলাইনে নাগরিকত্ব দেব, ঘোষণা দিলীপ ঘোষের

রাজনীতি সরিয়ে রেখে মুখ্যমন্ত্রীর এমন মানবিক মুখের প্রসংশায় ভরিয়ে দেন বাংলার মানুষ। একইসঙ্গে আরও একবার দিলীপ ঘোষের সমালোচনায় মুখর হয়ে ওঠেন তাঁরা। কৃষ্ণনগরে দিলীপ ঘোষের অ্যাম্বুলেন্স আটকানোর ঘটনায় এফআইআর দায়ের করা হয় কোতোয়ালি থানায়। প্রথমে সভা সভা বানচালের জন্য খালি অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছিল বলে দাবি করলেও, বর্তমানে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি বিজেপি রাজ্য সভাপতির।